স্বার্থের সংঘাত ইস্যুতে দ্রাবিড়কে ক্লিনচিট দিল বোর্ডের প্রশাসনিক কমিটি

পদত্যাগ না করে দ্রাবিড় দ্বিতীয়টি বেছে নেন।

Updated By: Aug 14, 2019, 09:45 AM IST
স্বার্থের সংঘাত ইস্যুতে দ্রাবিড়কে ক্লিনচিট দিল বোর্ডের প্রশাসনিক কমিটি

নিজস্ব প্রতিবেদন : আপাতত স্বস্তিতে রাহুল দ্রাবিড়। স্বার্থের সংঘাতে কোনওভাবেই জড়িত নন তিনি জানিয়ে দিল সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের প্রশাসনিক কমিটি। দিন কয়েক আগেই কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট ইস্যুতে বোর্ডের চিঠি পান রাহুল দ্রাবিড়।

রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি একাধারে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর, অন্যদিকে ইন্ডিয়া সিমেন্টের ভাইস প্রেসিডেন্ট। মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার লাইফ মেম্বার সঞ্জীব গুপ্তার অভিযোগের ভিত্তিতেই বোর্ডের অম্বুডসম্যান ডিকে জৈন স্বার্থের সংঘাতের অভিযোগ তুলে চিঠি পাঠায় রাহুল দ্রাবিড়কে।

আরও পড়ুন - ভারত সফরের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা; টেস্ট ও টি-টোয়েন্টিতে আলাদা অধিনায়ক

দ্রাবিড়ের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খতিয়ে দেখেন কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের সদস্যরা। সিওএ-র নতুন সদস্য লেফটেন্যান্ট জেনারেল থোগড়ে বলেন, রাহুলের ক্ষেত্রে স্বার্থের সংঘাত ঘটেনি। কারণ NCA এর ডিরেক্টর হিসেবে যোগ দেওয়ার সময় ইন্ডিয়া সিমেন্টের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে তাঁকে ইস্তফা দিতে বলেছিল অথবা লম্বা ছুটি নিতে বলা হয়েছিল তাঁকে। পদত্যাগ না করে দ্রাবিড় দ্বিতীয়টি বেছে নেন। এমনকী বোর্ডের এথিক্স কমিটির অফিসার ডিকে জৈনের চিঠির উত্তরও দেন রাহুল দ্রাবিড়।

.