বেটিংয়ে সায় রাহুলেরও

তাঁর দল রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার বেটিংয়ে জড়িয়েছিল। বেটিংয়ের জন্য ক্রিকেটের যে ক্ষতি হয়েই চলেছে সেটা খুব কাছ থেকে দেখেছেন রাহুল দ্রাবিড়। তবু ক্রিকেটের স্বার্থেই বেটিংকে আইনসিদ্ধ করার দাবি তুললেন প্রাক্তন ভারত অধিনায়ক। এ ব্যাপারে তিনি পাশে পাচ্ছেন সিবিআইয়ের অধিকর্তা রঞ্জিত সিংহকে। 

Updated By: Nov 13, 2013, 11:17 PM IST

তাঁর দল রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার বেটিংয়ে জড়িয়েছিল। বেটিংয়ের জন্য ক্রিকেটের যে ক্ষতি হয়েই চলেছে সেটা খুব কাছ থেকে দেখেছেন রাহুল দ্রাবিড়। তবু ক্রিকেটের স্বার্থেই বেটিংকে আইনসিদ্ধ করার দাবি তুললেন প্রাক্তন ভারত অধিনায়ক। এ ব্যাপারে তিনি পাশে পাচ্ছেন সিবিআইয়ের অধিকর্তা রঞ্জিত সিংহকে। 
দিল্লিতে একটি অনুষ্ঠানে দু`জনেই জানিয়েছেন খেলাধুলাকে দুর্নীতিমুক্ত করতে যদি দরকার পড়ে তাহলে বেটিংকে আইনসিদ্ধ করে দেওয়া উচিত। দ্রাবিড়ের মতে বয়স ভাঁড়ানো, ডোপিং, ইচ্ছোকৃত খারাপ পারফরম্যান্স এবং ক্রীড়াবিদদের বেটিংয়ে জড়িয়ে পড়া, এই চারটি সমস্যা বর্তমান ক্রীড়াজগতের উপর প্রভাব ফেলছে। ক্রীড়াজগত থেকে এই চারটি সমস্যা মুছে ফেলতে আরও কড়া আইনের দাবি তুলেছেন দ্রাবিড়।
 

Tags:
.