ফরাসি জয়ে ইতিহাস রাফার

রোল্যাঁ গারোয় ইতিহাস গড়লেন রাফায়েল নাদাল। বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচকে চার সেটের লড়াইয়ে হারিয়ে ফরাসি ওপেন খেতাব জিতে নিলেন স্প্যানিশ টেনিস তারকা। সাতবারের জন্য ফরাসি ওপেন জিতে কিংবদন্তি বর্গের রেকর্ড ভাঙলেন তিনি। স্প্যানিশ টেনিস তারকার এটি একাদশ গ্র্যান্ডস্লাম।

Updated By: Jun 11, 2012, 06:57 PM IST

রোল্যাঁ গারোয় ইতিহাস গড়লেন রাফায়েল নাদাল। বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচকে চার সেটের লড়াইয়ে হারিয়ে ফরাসি ওপেন খেতাব জিতে নিলেন স্প্যানিশ টেনিস তারকা। সাতবারের জন্য ফরাসি ওপেন জিতে কিংবদন্তি বর্গের রেকর্ড ভাঙলেন তিনি। স্প্যানিশ টেনিস তারকার এটি একাদশ গ্র্যান্ডস্লাম।
১৯৮১ থেকে ২০১২। একত্রিশ বছর বর্গের দখলে থাকা ফরাসি ওপেন জয়ের রেকর্ড ভেঙে দিলেন রাফায়েল নাদাল। রোল্যাঁ গারোর সেন্টার কোর্টে ইতিহাস গড়লেন  নাদাল। সাতবারের জন্য ফরাসি ওপেন জিতে কিংবদন্তি বিয়ন বর্গের রেকর্ড ভাঙলেন স্প্যানিশ টেনিস তারকা। ১৯৮১ সালে বর্গ যখন ষষ্ঠবারের জন্য ফরাসি ওপেন জিতেছিলেন, তখন টেনিস বিশ্বের অনেকেই ভাবেননি কিংবদন্তি টেনিস তারকার রেকর্ড ভাঙা সম্ভব। কিন্তু সোমবার অসম্ভবকে সম্ভব করে দেখালেন ক্লে কোর্টের সম্রাট নাদাল। গত তিনটে গ্র্যান্ডস্লামের ফাইনালেই বিশ্বের এক নম্বর তারকা জোকোভিচের কাছে হারতে হয়েছিল নাদালকে। তাই নিজের চেনা কোর্টে ফরাসি ওপেনের ফাইনাল ছিল নাদালের কাছে বদলার এবং ইতিহাস গড়ার ম্যাচ। প্রথম দু সেট জেতেন স্প্যানিশ নাদাল। যদিও তৃতীয় সেট জিতে ম্যাচে ফেরেন বিশ্বের এক নম্বর জোকোভিচ।
গত এক বছর ধরে টেনিস সার্কিটে স্বপ্নের টেনিস খেলছেন সার্বিয়ান তারকা। কিন্তু ক্লে কোর্টে নাদালের ফিটনেস আর অ্যাথলেটিজমের কাছে আটকে যেতে হল জোকোভিচকে। বৃষ্টির কারণে রবিবার চতুর্থ সেটে বন্ধ হয়ে যায় মেগা ফাইনাল। সোমবার খেলা শুরুর আধঘণ্টার মধ্যেই  খেতাব পকেটে পুরে নেন নাদাল। চার সেটের লড়াইয়ে খেলার ফলাফল ৬-৪, ৬-৩, ২-৬, ৭-৫। একাদশতম গ্র্যান্ডস্লাম জেতার পাশাপাশি সাতবার ফরাসি ওপেন জিতে নয়া ইতিহাস গড়লেন রাফা নাদাল।

.