এবারেও বাজি ফাটলো না পাকিস্তানে, ঠাট্টা-যন্ত্রনার সেই ভাইরাল ভিডিও ফিরলো চর্চায়

Updated By: Feb 15, 2015, 04:53 PM IST
এবারেও বাজি ফাটলো না পাকিস্তানে, ঠাট্টা-যন্ত্রনার সেই ভাইরাল ভিডিও ফিরলো চর্চায়

করাচির সেই যুবকের কথা মনে পড়ছে? বুকে বড় আশা আর হাতে পটকা-বাজি নিয়ে বিশ্বকাপে পাক-ভারত লড়াই দেখতে বসেন টিভি সেটের সামনে সেই ১৯৯২ সাল থেকে। বিশ্বকাপের আগে এক বেসরকারি চ্যানেলের বিজ্ঞাপনে দেখানো হয়েছিল এই বিজ্ঞাপন। যুবকের মুখ যেন বিশ্বকাপের সময় পাকিস্তান ক্রিকেটপ্রেমীদের মনের আয়না। করাচি থেকে লাহোর, ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডির অপেক্ষা দীর্ঘতর হল...

বিজ্ঞাপন শুরু হচ্ছে ১৯৯২ সালের করাচিতে। ক্রিকেটপ্রেমী এক কিশোরের বাড়ির ড্রয়িংরুম। নব্বই দশকের টিভিতে চলছে ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ। বাক্স ভর্তি বাজি নিয়ে প্রস্তুত কিশোর। কিন্তু, বাজি পড়ে রইল বাজির মতোই...

এরপর করাচি, ১৯৯৬-ড্রইংরুমে বদলে গিয়েছে টিভির মডেল। কিশোর এখন যুবক। টিভিতে ভারত-পাক বিশ্বকাপ ম্যাচ। সেই বাজির বাক্স হাতে অপেক্ষায় যুবক। কিন্তু এবারও...

৪ বছর পর

করাচি, ১৯৯৯-যুবক এখন বিবাহিত। বাবা হতে চলেছেন। টিভিও স্ক্রিনও হয়েছে চওড়া। ভারত-পাক বিশ্বকাপ ম্যাচ। বদলায়নি শুধু সেই বাজির বাক্স। শেষ হল খেলা, বাজি সুদ্ধ বাক্স সযত্নে তুলেই রাখতে হল যুবককে।

করাচি, ২০০৩-স্ত্রী, ৪ বছরের সন্তান নিয়ে ঘোরতর সংসারী যুবক টিভির সামনে। মাঠে ভারত-পাকিস্তান, চলছে বিশ্বকাপ। সামনে রাখা সেই সযত্নে লালিত বাজির বাক্স। না....হল না...

করাচি, ২০১১-কেটে গিয়েছে ৮ বছর। ঘরে এখন প্লাজমা টিভিতে চলছে ভারত পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ। আর সেই প্রিয় বাক্সভর্তি বাজি। খেলা শেষ হল...অপেক্ষা হল দীর্ঘতর...

করাচি, ২০১৫-না। অ্যাডে নেই আজকের দিনের ঘটনা। তবে সকলের চোখের সামনেই ভাসছে যুবকের ড্রইংরুমের ছবি। সেই বাজির বাক্স। ফাটবে কি এবার?

দেখুন ভিডিও,

.