WATCH: মাঠে অঝোরে কাঁদছেন তরুণ ভারতীয়, দীনেশ কার্তিকের পোস্টও ভেজাবে চোখ

R Sai Kishore In Tears During National Anthem, Dinesh Karthik Reacts: সাই কিশোরের চোখে জল। অঝোরে কাঁদছেন মাঠে। যা দেখে আবেগি ট্যুইট করলেন দীনেশ কার্তিক।  

Updated By: Oct 3, 2023, 04:18 PM IST
WATCH: মাঠে অঝোরে কাঁদছেন তরুণ ভারতীয়, দীনেশ কার্তিকের পোস্টও ভেজাবে চোখ
যে ঘটনা নিয়ে এখনও চলছে আলোচনা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেপালকে ২৩ রানে হারিয়ে এশিয়ান গেমসের (India vs Nepal, Asian Games 2023) সেমিফাইনালে চলে গিয়েছে ভারত। মঙ্গলবার চিনের জেজাং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্রিকেট ফিল্ডে ভারত প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ২০২ রান তুলেছিল। জবাবে নেপাল ১৭৯/৯ শেষ হয়ে যায়। এদিন ভারতের টি-২০ দলের হয়ে অভিষেক করলেন তামিলনাড়ুর বাঁ-হাতি স্পিনার আর সাই কিশোর (R. Sai Kishore)। ২৬ বছরের সাই এদিন ২৫ রানের বদলে তুলে নেন এক উইকেট। নেপালি ওপেনার কুশল ভারতেল তাঁর শিকার হন। এদিন সাই চারটি ক্যাচও নেন। তবে ম্যাচের আগে সাইয়ের আবেগঘন মুহূর্ত ভাইরাল হয়ে গিয়েছে। যখন রুতুরাজ গায়কোয়াড়রা জাতীয় সঙ্গীত গাইছিলেন, তখন অঝোরে কাঁদছিলেন সাই! তরুণ ক্রিকেটারের চোখে জল এসেছিল খুব স্বাভাবিক কারণেই, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে দাপট দেখানোর পর, অবশেষে জাতীয় দলের দরজা খুলেছে তাঁর। ফলে অভিষেক ম্য়াচে আর আবেগ ধরে রাখতে পারেননি তরুণ ক্রিকেটার।

আরও পড়ুন: চিনে তাণ্ডবলীলা চালালেন যশস্বী, বিরল রেকর্ডে নাম মুছলেন শুভমনের 

২০২০ সালের আইপিএলে সাইকে নিলামে দলে নিয়েছিল ধোনির চেন্নাই সুপার কিংস। ২০ লক্ষ টাকায় তাঁকে দলে নেওয়া হয়েছিল। ২০২১ সালে চেন্নাইয়ের হয়ে জিতেছেন আইপিএল খেতাবও। গতবছর তিন কোটি টাকায় সাইকে দলে নেয় হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্স। ছয় উইকেটও নিয়েছিলেন সেবার। গুজরাতেক হয়ে জিতেছেন আইপিএলও। তবে চলতি মরসুমে সাই একটিও ম্য়াচ খেলেননি। সাইয়ের টি-২০ রেকর্ড দুর্দান্ত। ৪৯ ম্য়াচে পেয়েছেন ৫৭ উইকেট। এশিয়াডে হতে পারেন ভারতের বাজি। ভারতের সিনিয়র ক্রিকেটার দীনেশ কার্তিক সাইকে ভারতীয় দলে দেখে অভিভূত হয়ে আবেগি ট্যুইট করেছেন। তিনি এক্স (সাবেক ট্যুইটার) অ্যাকাউন্টে লেখেন, 'যারা কঠোর পরিশ্রম করে, ভগবান তাদের এভাবেই ফিরিয়ে দেয়। সাই অবিশ্বাস্য প্লেয়ার। সাদা বলের সুপারস্টার ও। ঘরোয়া ক্রিকেটে নিজের আধিপত্য দেখিয়েছে। আমার খুশি আর ধরছে না। সকালে ঘুম থেকে উঠে যখন ওর নাম প্রথম একাদশে দেখলাম, আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। আমরা সবাই চাই কিছু মানুষ ভালো করুক। আমার সেই তালিকায় সবার উপরে সাই। আমি ওকে নিয়ে কথা বলেই যেতে পারি। কিন্তু এখন বলব যে, আমি খুশি ওকে একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে দেখে। যেটা ওর থেকে কেউ কেড়ে নিতে পারবে না।' সাইকে আগামীর শুভেচ্ছাও জানিয়েছেন দীনেশ।

আরও পড়ুন: East Bengal: আঁচ বাড়ল মশালের, বিশ্বকাপ জয়ী এবার মুখ্য মেন্টর, এল নতুন স্পনসরও

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.