চিনা অ্যাপ TikTok ভারতে নিষিদ্ধ হতেই ওয়ার্নারকে হাসির খোরাক করলেন ভারতীয় স্পিনার
যে TikTok এর মাধ্যমে এতদিন নেটিজেনদের হাসিয়েছেন, সেই তিনিই এবার হাসির খোরাক হয়ে গেলেন।
নিজস্ব প্রতিবেদন: TikTok, UC Browser, Helo-সহ ৫৯টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র! কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের থেকে জানানো হয়েছে, এই ৫৯টি অ্যাপ দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য অত্যন্ত ক্ষতিকর! সে জন্যই এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। চিনা অ্যাপ TikTok ভারতে নিষিদ্ধ হতেই অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে সোশাল মিডিয়ায় ট্রোল করলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
লকডাউনের মাঝে ভারতীয় ছবির বিভিন্ন চরিত্রকে TikTok-এর মাধ্যমে তুলে ধরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। বালা ছবির অক্ষয় কুমার থেকে বাহুবলী ওয়ার্নার -TikTok-এর মাধ্যমে নেচে গেয়ে মাত করে দিয়েছেন তিনি। যার সর্বশেষ সংযোজন ছিল বড় লোকের বিটি লো গানটি। কিন্তু এবার যে ভারতে ব্যান করা হয়েছে চিনা মোবাইল অ্যাপ TikTok, সেটাই মশকরা করে ওয়ার্নারকে জানালেন আর অশ্বিন।
Appo Anwar? @davidwarner31 https://t.co/5slRjpmAIs
— Ashwin (During Covid 19) (@ashwinravi99) June 29, 2020
#TikTok banned by GOI
Meanwhile David Warner: pic.twitter.com/rmP81vmKr3— Eshwar (@eshwarmady) June 29, 2020
David Warner.
After India bans Tiktok.@davidwarner31 #TikTok #tiktokbanindia pic.twitter.com/tLLAfCQUQB— Alekhya Chakrabarty (@1984zkid) June 29, 2020
Meet david warner
Plays cricket- banned for a year from playing cricket
Now a tiktoker- looses his majority of followers as govt bans tiktok..
Respekt#tiktokbanindia
#pubg #59Chinese
#BanTikTokInIndia #ChinaGetOut pic.twitter.com/GnfNrR3UWk— SOCIAL DISTAN SINGH (@mayankrai3133) June 29, 2020
আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে হাসির খোরাক হয়েছেন ডেভিড ওয়ার্নার। যে TikTok এর মাধ্যমে এতদিন নেটিজেনদের হাসিয়েছেন, সেই তিনিই এবার হাসির খোরাক হয়ে গেলেন।
আরও পড়ুন - ব্যবহারকারীদের কোনও তথ্যই চিনা সরকারকে দেওয়া হয়নি, দাবি TikTok ইন্ডিয়ার প্রধানের