IND vs NZ: Ashwin টপকে গেলেন Harbhajan কে! গড়লেন দেশের হয়ে অনন্য় নজির
ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে অশ্বিনের স্বপ্নের দৌড় অব্য়াহত।
নিজস্ব প্রতিবেদন: রবিচন্দ্রন অশ্বিনের (R Ashwin) মুকুটে যুক্ত হল আরও একটি পালক। সোমবার কানপুরে চলতি ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) টেস্টের পঞ্চম তথা শেষ দিনে অশ্বিন তুলে নিলেন ৪১৮ নম্বর উইকেট। আর এর সঙ্গেই দেশের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তিনে চলে এলেন চেন্নাইয়ের স্পিনার। অশ্বিন টপকে গেলেন হরভজন সিংকে (Harbhajan Singh)। ভাজ্জির ঝুলিতে আছে ৪১৭টি উইকেট। অশ্বিনের সামনে এখন কিংবদন্তি কপিল দেব (৪৩৪) ও অনিল কুম্বলে (৬১৯)।
Stat Alert - With 418 wickets, @ashwinravi99 becomes India's third-highest wicket-taker in Tests.#TeamIndia pic.twitter.com/TRvelxZ1Wk
(@BCCI) November 29, 2021
Congratulations @ashwinravi99 wish you many more brother.. God bless.. keep shining
(@harbhajan_singh) November 29, 2021
এদিন নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৫৫ নম্বর ওভারের ঘটনা। কিউয়ি ওপেনার টম ল্যাথামকে (৫২) বোল্ড করে মাইলস্টোন স্থাপন করলেন। হরভজন ৪১৭টি উইকেট নিয়েছিলেন ১০৩ ম্যাচে। অশ্বিন হরভজনকে স্পর্শ করে ফেলেন ৭৯টি টেস্ট খেলেই। অশ্বিন চতুর্থ ভারতীয় বোলার হিসাবে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ৪০০ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। এই মুহূর্তে অশ্বিন বিশ্বের ত্রয়োদশ সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রাহক। সক্রিয় টেস্ট বোলারদের মধ্যে অশ্বিন তৃতীয় সর্বোচ্চ উইকেট প্রাপক। তালিকায় প্রথম দুয়ে দুই ব্রিটিশ বোলার- জেমস অ্যান্ডারসন (৬৩২) ও স্টুয়ার্ট ব্রড (৫২৪)। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে অশ্বিনের স্বপ্নের দৌড় অব্য়াহত। ভারতীয় দলের তারকা অফ-স্পিনার পাক পেসার শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi) টপকে, ২০২১ এর সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন কানপুরেই । এক ক্যালেন্ডার বর্ষে অশ্বিনের ঝুলিতে চলে এসেছিল ৪১টি উইকেট। টেস্টের তৃতীয় দিনে উইল ইয়ংকে আউট করার সঙ্গেই এই রেকর্ড করেন অশ্বিন।
আরও পড়ুন: Shreyas Iyer: দুরন্ত অভিষেকের পরেও দল থেকে বাদ পড়তে পারেন আইয়ার!
অশ্বিন ২০১১-র নভেম্বরে টেস্ট অভিষেক করেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নয়া দিল্লিতে। বিগত ১০ বছরে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। এক ইনিংসে ৩০ বার পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি তিনি ৭বার ১০ উইকেট নিয়েছেন টেস্ট ম্যাচে। অশ্বিন দেশের হয়ে ১১১টি ওয়ানডে ম্যাচে ১৫০ উইকেট নিয়েছেন। এর পাশাপাশি নীল জার্সিতে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে অশ্বিন ৬১ উইকেট আছে ৫১ ম্যাচে।