R Ashwin | IND vs ENG: সোবার্সদের এলিট ক্লাবে এবার অশ্বিন, যা করলেন তা ভারতের কেউ পারেননি!

R Ashwin joins Sir Gary Sobers in elite list after special double in Tests vs England: গ্য়ারি সোবার্সের সঙ্গেই এবার থেকে উচ্চারিত হবে রবিচন্দ্রন অশ্বিনের নাম। ভারতের তারকা স্পিনার যা করলেন তা ভারতের কেউ পারেননি অতীতে!

Updated By: Feb 23, 2024, 06:12 PM IST
R Ashwin | IND vs ENG: সোবার্সদের এলিট ক্লাবে এবার অশ্বিন, যা করলেন তা ভারতের কেউ পারেননি!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) মাঠে নামবেন আর খবর হবে না, তা কি কখনও হতে পারে! মাইলস্টোন আর অশ্বিন এখন সমার্থক। শুক্রবার অর্থাৎ আজ রাঁচির জেএসসিএ ইন্টারন্য়াশনাল স্টেডিয়ামে, ভারত-ইংল্য়ান্ড চতুর্থ টেস্ট শুরু হয়েছে। প্রতিবেদন লেখার সময়ে পর্যন্ত মধ্য়াহ্ণ ভোজের বিরতিতে ইংল্য়ান্ড তুলেছে ১৯৮ রান। চলে গিয়েছে পাঁচ উইকেট। এর মধ্য়ে তিন উইকেট নিয়েছেন অভিষেককারী পেসার আকাশ দীপ (Akash Deep)। এক উইকেট নিয়েছেন অশ্বিন ও অন্য উইকেট রবীন্দ্র জাদেজার। মিডল অর্ডারের দুই ব্য়াটার জনি বেয়ারস্টো (৩৮) ও বেন স্টোকসকে (৩) ফিরিয়ে দিয়েছেন দুই রবি। আর এক উইকেটেই ভারতের নক্ষত্র স্পিনার যা করার করে দিয়েছেন। 

আরও পড়ুন: Akash Deep | IND vs ENG: ধোনির মাঠে অভিষেকেই আকাশের আগুন! ব্রিটিশদের শিরদাঁড়া পোড়ালেন বিহারি

ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে অশ্বিন ইংল্য়ান্ডের বিরুদ্ধে ১০০ টেস্ট উইকেট নেওয়ার নজির গড়লেন। এর আগে ভারতের কোনও বোলার ইংরেজদের বিরুদ্ধে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে উইকেটেরে সেঞ্চুরি করেননি। অশ্বিন বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ইতিহাস লিখেছেন। ইংল্য়ান্ডের বিরুদ্ধে ১০০ উইকেট নেওয়ার সঙ্গেই ১০০০ রান করেছেন তিনি। অশ্বিন এলেন স্য়র গ্য়ারি সোবার্সদের এলিট ক্লাবে। 

ইংল্য়ান্ডের বিরুদ্ধে ১০০ টেস্ট উইকেটের সঙ্গেই ১০০০ রান করেছেন যাঁরা:

১) গ্য়ারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ), ৩২১৪ রান ও ১০২ উইকেট
২) মন্টি নোবেল (অস্ট্রেলিয়া), ১৯০৫ রান ও ১১৫ উইকেট
৩) জর্জ গিফেন  (অস্ট্রেলিয়া), ১২৩৮ রান ও ১০৩ উইকেট
৪) আর অশ্বিন (ভারত), ১০৮৫ রান ও ১০০ উইকেট

 
একমাত্র জেমস অ্যান্ডারসনের ভারত-ইংল্য়ান্ড টেস্ট ম্য়াচের ইতিহাসে অশ্বিনের চেয়ে বেশি উইকেট নিয়েছেন। অ্যান্ডারসনের ঝুলিতে আছে ১৪৫ উইকেট। সবার উপরে তিনিই বিরাজমান।
 
হায়দরাবাদে হয়েছিল ভারত-ইংল্য়ান্ড প্রথম টেস্ট ম্য়াচ। উপলের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, রোহিত শর্মা অ্যান্ড কোং ম্য়াচটা মাঠেই রেখে এসেছিল। বেন স্টোকসরা দুরন্ত লড়ে নিজামের শহরের দখল নিয়েছিলেন। পাঁচদিনের খেলা চারদিনেই গুটিয়ে গিয়েছিল। ২৮ রানে হেরে ভারত সিরিজে ০-১ পিছিয়ে পড়েছিল। তবে বিশাখাপত্তনমে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। ১০৬ রানে রোহিতরা জিতে নেয় টেস্ট। রাজকোটে ইংল্য়ান্ডকে ৪৩৪ রানে হারিয়ে, পাঁচ ম্য়াচের চলতি টেস্ট সিরিজে ভারত ২-১ এগিয়ে রয়েছে।  

আরও পড়ুন: WATCH | Sachin Tendulkar: গুলমার্গে স্ট্রিট ক্রিকেট, হাঁকালেন অভিনব কভার ড্রাইভ, জাদুতে বুঁদ নেটপাড়া

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.