Ravichandran Ashwin | IND vs ENG: চলে এল ৫০০ টেস্ট উইকেট, করে দেখালেন 'প্রফেসর', ভাঙল রেকর্ডের পর রেকর্ড!

R Ashwin completes 500 Test wickets: আর অশ্বিন এখন দ্বিতীয় ভারতীয় বোলার যাঁর ঝুলিতে এল ৫০০ টেস্ট উইকেট। ইতিহাস লেখা হল রাজকোটে।  

Updated By: Feb 16, 2024, 04:22 PM IST
Ravichandran Ashwin | IND vs ENG: চলে এল ৫০০ টেস্ট উইকেট, করে দেখালেন 'প্রফেসর', ভাঙল রেকর্ডের পর রেকর্ড!
অশ্বিন করে দেখালেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতীক্ষার অবসান। চলে এল সেই মাহেন্দ্রক্ষণ। শুক্রবার ভারত-ইংল্য়ান্ড (IND vs ENG) রাজকোট টেস্টের দ্বিতীয় দিনে লেখা হল ইতিহাস। ক্রিকেটের 'প্রফেসর' রবিচন্দ্রন অশ্বিন এখন ৫০০ টেস্ট উইকেটের মালিক! হ্যাঁ, ঠিকই পড়লেন। ৩৭ বছরের চেন্নাইয়ের নক্ষত্র স্পিনার, দ্রুততম ভারতীয় হিসেবে এই মাইলস্টোন স্থাপন করলেন। পাশাপাশি দ্রুততম ভারতীয় হিসেব এই রেকর্ডের মালিক হলেন অশ্বিন। তাঁর আগে একমাত্র ভারতীয় হিসেবে ৫০০ টেস্ট উইকেট ছিল অনিল কুম্বলের (Anil Kumble)। অশ্বিন এদিন জ্য়াক ক্রলেকে (১৫) ফিরিয়েই ঐতিহাসিক নজির গড়ে ফেললেন।

আরও পড়ুন: Kylian Mbappe: 'ইটস অফিসিয়াল', মরসুম শেষেই এমবাপে ছাড়ছেন ক্লাব, চলে এল বিরাট আপডেট

অজি কিংবদন্তি পেসার গ্লেন ম্য়াকগ্রা ২৫ হাজার ৫২৮ নম্বর ডেলিভারিতে তুলে নিয়েছেন ৫০০ টেস্ট উইকেট। সেখানে অশ্বিনের লাগল ২৫ হাজার ৭১৫ বল। ম্যাকগ্রার পরেই থাকবেন অশ্বিন। তাঁর লাগল ২৫ হাজার ৭১৫টি বল। কুম্বলে কেরিয়ারের ১০৫ নম্বর টেস্ট ম্য়াচে পাঁচশোর মাইলস্টোন স্পর্শ করেছিলেন। সেখানে অশ্বিনের খেলছেন কেরিয়ারের ৯৮ নম্বর টেস্ট। শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীথরনের পর দ্বিতীয় বোলার হিসেবে ১০০ টেস্টের কম টেস্ট খেলেই পেয়ে গেলেন ৫০০ উইকেট। 

অশ্বিনের বর্ণময় কেরিয়ারের দিকে চোখ রাখলে দেখা যাবে যে, তিনি দ্রুততম ভারতীয় হিসেবে টেস্টে ৫০, ১০০, ১৫০, ২০০, ৩৫০ ও ৪৫০ উইকেট নিয়েছেন। অশ্বিন কিন্তু বিশ্বের দ্রুততম বোলার হিসেবে টেস্টে ২৫০ (মাত্র ৪৫ ম্য়াচে), ৩০০ উইকেট (৫৪ ম্য়াচে), ৩৫০ (৬৬ ম্য়াচে), ৪০০ (৭৭ ম্য়াচে) ও ৪৫০ (৮৯ ম্য়াচে) নিয়েছেন। 

টেস্টে সর্বাধিক উইকেট প্রাপক যাঁরা

১) মুথাইয়া মুরলীথরন (শ্রীলঙ্কা) পেয়েছেন ৮০০ উইকেট
২) শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) পেয়েছেন ৭০৮ উইকেট
৩) জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) পেয়েছেন ৬৯৫* উইকেট
৪) অনিল কুম্বলে (ভারত) পেয়েছেন ৬১৯ উইকেট
৫) স্টুয়ার্ট ব্রড (ইংল্য়ান্ড) পেয়েছেন ৬০৪ উইকেট
৬) গ্লেন ম্য়াকগ্রা (অস্ট্রেলিয়া) পেয়েছেন ৫৬৩ উইকেট
৭) কর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ) পেয়েছেন ৫১৯ উইকেট
৮) ন্য়াথাল লিঁয় (অস্ট্রেলিয়া) পেয়েছেন ৫১৭ * উইকেট
৯) আর অশ্বিন (ভারত) পেয়েছেন ৫০০* উইকেট

 

আরও পড়ুন: Ranji Trophy: মনোজের অধরাই মাধুরী, শেষে কেরালার কাছেও হার! রঞ্জিতে বিদায় বাংলার

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)

 

.