Quinton de Kock-MS Dhoni: এই অনন্য রেকর্ডে ধোনিকে স্পর্শ করতে পারেন ডি কক

২০১৯ সালের পর কটক ফের আন্তর্জাতিক ম্যাচ পেয়েছে। শেষবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ম্যাচ হয়েছিল এই মাঠে। বিরাট কোহলির ৮৫ রানের সুবাদে ভারত চার উইকেটে ম্যাচ জিতেছিল। এই ম্যাচ ঘিরে কটকের ক্রিকেট ফ্যানদের উচ্ছ্বাস অন্য পর্যায়ে। এমনকী গতকাল ভারতের অনুশীলন দেখার জন্যই গ্যালারি ভরান অনুরাগীরা।

Updated By: Jun 12, 2022, 05:51 PM IST
Quinton de Kock-MS Dhoni: এই অনন্য রেকর্ডে ধোনিকে স্পর্শ করতে পারেন ডি কক
অনন্য রেকর্ডের সামনে ডি কক

নিজস্ব প্রতিবেদন: চলতি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের শুরুতেই হারতে হয়েছে ঋষভ পন্থের ভারত। রবিবার অর্থাৎ আজ কটকের বারাবটি স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি (India vs South Africa, 2nd T20I)। আর এই ম্যাচেই এক অনন্য রেকর্ডের সামনে প্রোটিয়া তারকা উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক (Quinton de Kock)।

বারাবটিতে ককের প্রয়োজন আর একটি ক্যাচ। তাহলে দেশের জার্সিতে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে ডি ককের ৫০টি ক্যাচ হয়ে যাবে। ডি কক উইকেটের পিছনে দাঁড়িয়ে যদি এই রেকর্ড করতে পারেন, তাহলে ভারতের কিংবদন্তি এমএস ধোনির (MS Dhoni) পর তিনি দ্বিতীয় উইকেটকিপার হিসাবে নজির গড়বেন। এদিন ডি কক যদি জোড়া ছক্কা হাঁকাতে পারেন, তাহলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ ফরম্যাটে ৩০০ ছক্কা হাঁকানোর মাইলস্টোন স্থাপন করবেন।

২০১৯ সালের পর কটক ফের আন্তর্জাতিক ম্যাচ পেয়েছে। শেষবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ম্যাচ হয়েছিল এই মাঠে। বিরাট কোহলির ৮৫ রানের সুবাদে ভারত চার উইকেটে ম্যাচ জিতেছিল। এই ম্যাচ ঘিরে কটকের ক্রিকেট ফ্যানদের উচ্ছ্বাস অন্য পর্যায়ে। এমনকী গতকাল ভারতের অনুশীলন দেখার জন্যই গ্যালারি ভরান অনুরাগীরা।

আরও পড়ুন: Dhoni-Karthik: এমএস ধোনির মাথায় কী চলছে! জানতে চান দীনেশ কার্তিক

আরও পড়ুনSunil Gavaskar: এই ক্রিকেটার ভারতের 'গেম-চেঞ্জার' হবেন ভবিষ্যতে! বড় কথা বলে দিলেন কিংবদন্তি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

.