Quinton de Kock: ২৯ বছরেই টেস্ট ক্রিকেট থেকে সন্ন্যাস! কারণ অত্যন্ত বিশেষ
ভারত-দক্ষিণ আফ্রিকা চলতি তিন ম্যাচের টেস্ট সিরিজের মাঝেই ডি কক নিয়ে ফেললেন চূড়ান্ত সিদ্ধান্ত।
নিজস্ব প্রতিবেদন: ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের মাঝপথেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন কুইন্টন ডি কক (Quinton de Kock)। মাত্র ২৯ বছর বয়সেই টেস্ট ক্রিকেটকে আলবিদা বললেন প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার। পরিবারের সঙ্গে আরও বেশি করে সময় কাটানোর জন্যই এমন সিদ্ধান্ত নিলেন তিনি। দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়ে ভারত তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার টেস্ট হারের কয়েক ঘণ্টার মধ্যেই সেদেশের বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দেয় যে, ডি কককে আর লাল বলের ক্রিকেট খেলবেন না।
আরও পড়ুন: Sourav Ganguly: ভারতের জয়ে উচ্ছ্বসিত সৌরভ; হাসপাতাল থেকে টুইট, 'আমি একেবারেই অবাক হইনি'
ডি কক জানিয়েছেন, "এমন নয় যে, খুব সহজেই এই সিদ্ধান্ত আমি নিয়েছি। ভবিষ্যত নিয়ে অনেক ভাবনা-চিন্তার পরেই এই সিদ্ধান্তে আসা। এই মুহূর্তে আমার জীবনে সবার ওপরে আমার স্ত্রী সাশা। ও মা হতে চলেছে। আমাদের প্রথম সন্তান আসছে পৃথিবীতে। এখন আমি আমার পরিবারের পাশে থাকতে চাই। আমার কাছে পরিবার সবার আগে। আমার এখন সময় লাগবে তাঁদের সঙ্গে থাকার জন্য। জীবনের নতুন অধ্যায়ের জন্য আমি রোমাঞ্চিত। আমি টেস্ট ক্রিকেট সবসময় উপভোগ করেছি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে ভালবাসি। ওঠানামা উপভোগ করেছি। তবে এখন এমন কিছু ঘটছে যা আমার কাছে আরও ভালবাসার।" ভারতের বিরুদ্ধে সেঞ্চুরিয়নে জীবনের শেষ টেস্ট খেলে ফেললেন ডি কক। দুই ইনিংস মিলিয়ে তিনি ৩৪ ও ২১ রান করেছেন। ডি কক জানিয়ে দিয়েছেন যে সাদা বলের ক্রিকেটের প্রতি তিনি পুরোপুরি দায়বদ্ধ। তিনি খেলা চালিয়ে যাবেন।
(@OfficialCSA) December 30, 2021
২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পোর্ট এলিজাবেথে ডি কক টেস্ট অভিষেক করেন। ৫৪টি টেস্ট খেলে করেছেন ৩৩০০ রান। পেয়েছেন হাফ ডজন সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরি। ডি ককের গড় ৩৮.৮২। উইকেটকিপার হিসাবে ২৩২ বার আউট করানোর অন্যতম কারিগর তিনি। এর মধ্যে ২২১টি ক্যাচ ও ১১টি স্টাম্প রয়েছে। ডি কক চারটি টেস্টে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বভারও সামলেছেন।