Qatar World Cup Teams: কাতার বিশ্বকাপে কোন কোন দেশ খেলবে? জানতে পড়ুন
ইতালি নেই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল যোগ্যতা অর্জন করেছে। আর কোন কোন দেশ খেলবে কাতার বিশ্বকাপে! দেখে নিন।
নিজস্ব প্রতিবেদন: আগামী ১ এপ্রিল বিশ্বকাপের ড্র প্রকাশ করা হবে। ইতিমধ্যে কাতার বিশ্বকাপে খেলার জন্য ২৭টি দেশ নাম লিখিয়ে ফেলেছে। তবে এখনও পাঁচটি দলের জন্য জায়গা ফাঁকা রয়েছে। চলতি বছর নভেম্বরে কাতারে আয়োজিত হবে ফিফা বিশ্বকাপ। আয়োজক দেশ হিসেবে খেলার সুযোগ পেয়েছে কাতার। দেখে নেওয়া যাক- আর কোন কোন দেশ কাতার বিশ্বকাপে খেলবে।
ইউরোপ- এখনও পর্যন্ত ১২টি দেশ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের জন্য স্কটল্যান্ড ও ইউক্রেনের ম্যাচ স্থগিত হয়েছে। সেই ম্যাচ জুনে আয়োজিত হওয়ার কথা। সেই ম্যাচের বিজয়ী দল খেলবে ওয়েলসের বিরুদ্ধে। তাদের মধ্যে জয়ী দল বিশ্বকাপ খেলার টিকিট পাবে। ইউরোপ থেকে জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, সার্বিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল, পোল্যান্ড ইতিমধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে।
লাতিন আমেরিকা- লাতিন আমেরিকা থেকে চারটি দেশ বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা, একুয়েডর ও উরুগুয়ে ইতিমধ্যেই ছাড়পত্র পেয়ে গিয়েছে। এ দিকে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থাকা পেরুকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ।
এশিয়া- দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান, সৌদি আরব বিশ্বকাপে খেলবে। এছাড়া প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরশাহী ও অস্ট্রেলিয়া। এই ম্যাচের বিজয়ী দল লড়বে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ম্যাচে পেরুর বিরুদ্ধে।
কনকাকাফ- কানাডা ৩৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরতে চলেছে। এছাড়া গ্রুপ পর্বের দুই ও তিন নম্বর দল যাবে বিশ্বকাপে। সেই তালিকায় লড়াইয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। সুযোগ আছে কোস্টারিকারও। গ্রুপের চতুর্থ দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ। প্রতিপক্ষ ওশেনিয়ার নিউজিল্যান্ড ও আইসল্যান্ডের বিরুদ্ধে জয়ী দল। বুধবার এই প্লে-অফ ম্যাচটি আয়োজিত হবে। ওশেনিয়ার গ্রুপ পর্ব থেকে সরাসরি কোনও দল বিশ্বকাপে কেলার সুযোগ পায় না। তাদের আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলতে হয় যোগ্যতা অর্জনের জন্য।
আরও পড়ুন: Bruno-র জোড়া গোলে, Qatar বিশ্বকাপে Cristiano Ronaldo-র Portugal
আরও পড়ুন: Shane Warne funeral at MCG: কান্না, হাসি, গানে, আড্ডায় প্রিয় ওয়ার্নিকে শেষ বিদায়