Brazil, Qatar FIFA World Cup 2022: নেই রবার্তো ফির্মিনো, কুতিনহো! কতজন স্ট্রাইকার নিয়ে নামছে নেইমারের ব্রাজিল?

কাতারে ২০ বছরের অপেক্ষা ঘোচাতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ে একটিও ম্যাচ হারেনি সেলেসাওরা। সর্বশেষ ১৫ ম্যাচ অপরাজিত তিতের দল। তাই সাম্প্রতিক পারফরম্যান্সও তাদের হাওয়ার পালে দোলা দিচ্ছে।

Updated By: Nov 8, 2022, 12:11 PM IST
Brazil, Qatar FIFA World Cup 2022: নেই রবার্তো ফির্মিনো, কুতিনহো! কতজন স্ট্রাইকার নিয়ে নামছে নেইমারের ব্রাজিল?
ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ব্রাজিল। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দোরগোড়ায় কাতার বিশ্বকাপ (Qatar FIFA World Cup 2022)। ২৫ নভেম্বর সার্বিয়ার (Sarbia) বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল (Brazil)। এর আগে কাপ যুদ্ধের অন্যতম ফেভারিট সেলেকাওরা ২৬ জনের শক্তিশালী দল ঘোষণা করে দিল। ইতিমধ্যেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ষষ্ঠবার কাপ হাতে তোলার লক্ষ্য নিয়ে ৯জন স্ট্রাইকারকে দলে রেখেছেন হেড কোচ তিতে (Tite)। সবাইকে চমকে দিয়ে দলে ঢুকলেন ৩৯ বছর বয়সী সাইড ব্যাক দানি আলভেজ (Daniel Alves)। তবে চোটের কারণে বাদ পড়লেন ফিলিপে কুতিনহো (Philippe Coutinho)। ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকার কথা ছিল রবের্তো ফির্মিনো (Philippe Coutinho) ও ফিলিপে কুতিনহোর-ও (Philippe Coutinho)। কিন্তু চোটের কারণে স্বপ্নভঙ্গ হল কুতিনহোর। বাদ পড়লেন ফির্মিনো।  

কাতারে ২০ বছরের অপেক্ষা ঘোচাতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ে একটিও ম্যাচ হারেনি সেলেসাওরা। সর্বশেষ ১৫ ম্যাচ অপরাজিত তিতের দল। তাই সাম্প্রতিক পারফরম্যান্সও তাদের হাওয়ার পালে দোলা দিচ্ছে। দেশকে ষষ্ঠ বিশ্বকাপ উপহার দিতে নিজেদের উজাড় করে দিতে চান নেইমার-ভিনিসিয়ুসরা।

আরও পড়ুন: T20 World Cup 2022: নেট সেশনে হাতে চোট রোহিতের, আইস প্যাক লাগিয়ে ফিরলেন অনুশীলনে

আরও পড়ুন: East Bengal FC: ডেঙ্গিতে আক্রান্ত ইস্টবেঙ্গল অধিনায়ক সৌভিক চক্রবর্তী, শারীরিক অবস্থা কেমন?

Tite

২৬ সদস্যের দলে মোট ৯ জন স্ট্রাইকারকে ঠাঁই দিয়েছেন কোচ তিতে। তারা হলেন- নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, রদ্রিগো, অ্যান্তোনি, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং পেদ্রো। এছাড়া থিয়াগো সিলভা, নেইমার, ক্যাসেমিরোর মতো তারকারাও রয়েছেন তাঁর দলে। প্রথমবার বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে তরুণ ফরোয়ার্ড অ্যান্টোনি, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসনকে। 

ব্রাজিল দল

গোলকিপার: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন (ম্যানসিটি) ও ওয়েভারটন (পালমেইরাস)।

রক্ষণ: মারকুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), অ্যালেক্স তেলেস (সেভিয়া), দানি আলভেস (পুমাস) ও ব্রেমার (জুভেন্টাস)।

মাঝমাঠ: ক্যাসেমিরো (ম্যানইউ), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানইউ), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), লুকাস পাকুয়েতা (ওয়েস্টহ্যাম) ও এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো)।

আক্রমণ: নেইমার (পিএসজি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রিচার্লিসন (টটেনহ্যাম), রাফিনহা (বার্সেলোনা), গ্যাব্রিয়েল হেসুস (আর্সেনাল), অ্যান্টোনি (ম্যানইউ), পেদ্রো (ফ্লামেঙ্গো) ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল)।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.