ইন্দোনেশিয়া ওপেনের শেষ আটে উঠলেও মন ভরাতে পারল না সিন্ধুর খেলা

ইন্দোনেশিয়ার প্রতিপক্ষকে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেও মন ভরাতে পারল না পিভি সিন্ধুর খেলা। খেলার ফলাফল উনিশ-একুশ, একুশ-সতেরো, একুশ-আট। তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেশ কয়েকবার সিন্ধুকে বিপাকে ফেলে দিয়েছিলেন প্রতিপক্ষ ফিত্রিয়ানি। প্রথম গেমে হারের পর অবশ্য দুরন্ত কামব্যাক করে শেষ আটে জায়গা পাকা করেন ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু।

Updated By: Apr 14, 2017, 09:13 AM IST
ইন্দোনেশিয়া ওপেনের শেষ আটে উঠলেও মন ভরাতে পারল না সিন্ধুর খেলা

ওয়েব ডেস্ক: ইন্দোনেশিয়ার প্রতিপক্ষকে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেও মন ভরাতে পারল না পিভি সিন্ধুর খেলা। খেলার ফলাফল উনিশ-একুশ, একুশ-সতেরো, একুশ-আট। তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেশ কয়েকবার সিন্ধুকে বিপাকে ফেলে দিয়েছিলেন প্রতিপক্ষ ফিত্রিয়ানি। প্রথম গেমে হারের পর অবশ্য দুরন্ত কামব্যাক করে শেষ আটে জায়গা পাকা করেন ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু।

আরও পড়ুন ভারতীয় ক্রিকেট দলে বোলিং কোচের দাবি তুললেন উমেশ যাদব

গত সপ্তাহেই ইন্ডিয়া ওপেনের ফাইনালে যে দাপট দেখিয়েছিলেন, সেটাই সিন্ধুর স্বাভাবিক খেলা। কিন্তু তাঁর সেই স্বাভাবিক খেলাই উধাও ছিল এদিন। নিজের ভুলত্রুটিগুলি দ্রুত শুধরে নিয়ে  চ্যাম্পিয়ন হতে মরিয়া পিভি সিন্ধু।

আরও পড়ুন  রোনাল্ডোর ম্যাজিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের পথে রিয়েল মাদ্রিদ

.