সানিয়ার পর ব্যাডমিন্টনে দেশ পেল আরও এক সোনার মেয়ে

বিস্ময় বালিকার হাত ধরে চলতি মরসুমে ব্যাডমিন্টনে প্রথম খেতাব জিতল ভারত। মালয়েশিয়া ওপেন চ্যাম্পিয়ন হলেন ভারতের প্রতিশ্রুতিমান মহিলা খেলোয়াড় পি ভি সিন্ধু। ফাইনালে সিঙ্গাপুরের জুয়ান জুকে হারিয়ে সোনা জিতলেন এই তরুণী। হাড্ডাহাড্ডির লড়াইয়ে জুয়ানকে ২১-১৭, ১৯-২১, ২১-১৯ গেমে হারিয়ে দেন সিন্ধু।

Updated By: May 4, 2013, 06:54 PM IST

বিস্ময় বালিকার হাত ধরে চলতি মরসুমে ব্যাডমিন্টনে প্রথম খেতাব জিতল ভারত। মালয়েশিয়া ওপেন চ্যাম্পিয়ন হলেন ভারতের প্রতিশ্রুতিমান মহিলা খেলোয়াড় পি ভি সিন্ধু। ফাইনালে সিঙ্গাপুরের জুয়ান জুকে হারিয়ে সোনা জিতলেন এই তরুণী। হাড্ডাহাড্ডির লড়াইয়ে জুয়ানকে ২১-১৭, ১৯-২১, ২১-১৯ গেমে হারিয়ে দেন সিন্ধু।
প্রথম গেম হারলেও দ্বিতীয় গেমে দুরন্ত কামব্যাক করেন জুয়ান। এমনকি তৃতীয় সেটেও এগিয়ে ছিলেন তিনি। কিন্তু খেলার মাঝে কোচ পুলেল্লা গোপীচাঁদের দেওয়া টিপসকে কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৩ স্থানে থাকা সিন্ধু। 
গত মাসে অল্পের জন্য ইন্ডিয়ান ওপেন জিততে পারেননি তিনি। সেবার সেমিফাইনালে হারতে হয়েছিল সিন্ধুকে। অলিম্পিয়ান সাইনা নেহওয়ালের পর গোপীচাঁদের আরেক ছাত্রী পি ভি সিন্ধু ভারতীয় ব্যাডমিন্টনকে অন্য উচ্চতায় পৌঁছে দেবে বলে দাবি ভারতীয় ব্যাডমিন্টন মহলের।

.