প্রবীর মুখার্জি আমার গুরু : আশিস ভৌমিক

ইডেন পিচ নিয়ে বিতর্ক অব্যাহত। বিসিসিআই-এর পিচ কিউরেটর দলজিত সিংয়ের নির্দেশে ইডেনের পিচ তৈরির কাজ তদারকি করতে কলকাতায় উপস্থিত হয়েছেন পূর্বাঞ্চলের কিউরেটর আশিস ভৌমিক। তার সঙ্গেই মনে করা হচ্ছে ৮৪ বছরের এই অভি়জ্ঞ সিএবির পিচ কিউরেটর প্রবীর মুখার্জির সিদ্ধান্ত নেবার ক্ষমতা কিছুটা হলেও কমিয়ে নেওয়া হল। অধিনায়ক ধোনি চান ওয়াংখেড়ের মতো স্পিন পিচ। কিন্তু ১৪ টি টেস্টে পিচ করার অভি়জ্ঞ প্রবীর মুখার্জি মনে করেন ওয়াংখেড়ের মাটি আর ইডেনের মাটি এক নয়। এই পিচে প্রথম থেকেই বল লাট্টুর মতো ঘোরান সম্ভব নয়। তাঁর এমন বিস্ফোরক মন্তব্যে সি-এবি থেকে বিসিসিআই কেউ খুশি নন। ইতিমধ্যে দলজিত সিং বলে দিয়েছেন আন্ডার প্রিপেয়ার্ড পিচ দলে সম্পুর্ণভাবে দায়ি থাকবে সিএবি।

Updated By: Nov 29, 2012, 07:24 PM IST

ইডেন পিচ নিয়ে বিতর্ক অব্যাহত। বিসিসিআই-এর পিচ কিউরেটর দলজিত সিংয়ের নির্দেশে ইডেনের পিচ তৈরির কাজ তদারকি করতে কলকাতায় উপস্থিত হয়েছেন পূর্বাঞ্চলের কিউরেটর আশিস ভৌমিক। তার সঙ্গেই মনে করা হচ্ছে ৮৪ বছরের এই অভি়জ্ঞ সিএবির পিচ কিউরেটর প্রবীর মুখার্জির সিদ্ধান্ত নেবার ক্ষমতা কিছুটা হলেও কমিয়ে নেওয়া হল। অধিনায়ক ধোনি চান ওয়াংখেড়ের মতো স্পিন পিচ। কিন্তু ১৪ টি টেস্টে পিচ করার অভি়জ্ঞ প্রবীর মুখার্জি মনে করেন ওয়াংখেড়ের মাটি আর ইডেনের মাটি এক নয়। এই পিচে প্রথম থেকেই বল লাট্টুর মতো ঘোরান সম্ভব নয়। তাঁর এমন বিস্ফোরক মন্তব্যে সি-এবি থেকে বিসিসিআই কেউ খুশি নন। ইতিমধ্যে দলজিত সিং বলে দিয়েছেন আন্ডার প্রিপেয়ার্ড পিচ দলে সম্পুর্ণভাবে দায়ি থাকবে সিএবি।
সকালে আশিষ ভৌমিক ইডেনে পিচ পর্যবেক্ষণ করেন। তারপর তিনি সাংবাদিকদের স্পষ্টই জানান, এইসব মিডিয়ার বানানো গল্প। তিনি হচ্ছেন তাঁর গুরু, একজন জীবন্ত কিংবদন্তী। তাঁর থেকে প্রচুর কিছু পিচ সম্বন্ধে শিখেছেন। তাই কোনও অসুবিধা হবে না তাঁর সঙ্গে কাজ করতে। এইসব ব্যাপারে বোর্ড কোন নির্দেশ দেয়নি, এমনই অভিমত প্রকাশ করলেন আশিষ ভৌমিক।

.