Prithvi Shaw: 'মেয়েদের চক্কর ছাড়ো, কোহলির মতো...'! বক্তা কে? ইঞ্চিতে ইঞ্চিতে জবাব পৃথ্বীর

Prithvi Shaw Body-Shaming Troll Sets Social Media Abuzz: পৃথ্বী শ ট্রোলড হলেন সোশ্যাল মিডিয়ায়। তাপর তিনি যা করলেন, তা ইতিহাস হয়ে গিয়েছে।  

Updated By: Aug 27, 2023, 02:56 PM IST
 Prithvi Shaw: 'মেয়েদের চক্কর ছাড়ো, কোহলির মতো...'! বক্তা কে? ইঞ্চিতে ইঞ্চিতে জবাব পৃথ্বীর
পৃথ্বী বুঝে নিলেন ট্রোলারেক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৮ সালে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল পৃথ্বী শ'র (Prithvi Shaw) নেতৃত্ব। তখন তাঁকে বলা হচ্ছিল ভারতীয় ক্রিকেটের 'নেক্সট বিগ থিং'। ডানহাতি ব্য়াটার তাঁর স্কিল ও টেকনিকে চোখ কপালে তুলে দিয়েছিলেন বহু ক্রিকেট পণ্ডিতের! সেই বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকেও সেঞ্চুরি পান পৃথ্বী। কিন্তু ভারতীয় দলের আগামীর তারা কোথাও যেন খসে গেল মধ্যগগণ থেকে। বিগত কয়েক বছরে পৃথ্বী আর পৃথ্বীর মধ্য়েই নেই। মাঠে ও মাঠের বাইরে একাধিক বিতর্ক তাঁর ছায়াসঙ্গী হয়েছে। ২০২০ সালে শেষবার তিনি খেলেছেন টেস্ট। ২০২১ সালে শেষবার তাঁকে দেখা গিয়েছে সীমিত ওভারের ক্রিকেটে। পৃথ্বী নিয়মিত ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলে। পৃথ্বীর একাধিকবার সমালোচিত হন তাঁর চেহারার জন্য। অনেকের মতেই তাঁর চেহারা একেবারেই আন্তর্জাতিক ক্রিকেটার সুলভ নয়। ফের 'বডি শেমিং'-এর শিকার হলেন পৃথ্বী। এবার তাঁকে ট্রোল করলেন এক ট্যুইটারাত্তি। পৃথ্বী সেই ট্রোলারকে একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিলেন।

আরও পড়ুন: IND vs PAK | Asia Cup 2023: এখন বিশ্বের এক নম্বর দল পাকিস্তান! মহাযুদ্ধের আগে বাবরের মুখে চরম প্রতিদ্বন্দ্বিতার কথা

পৃথ্বীকে ট্রোলার লেখেন, 'পৃথ্বী ভাই মেয়েদের চক্কর ছাড়ো। কোহলির মতো নিজের চেহারার ট্রান্সফর্ম করো। যে যে প্রক্রিয়া ও মেনে চলেছে, তুমিও সেটা করো।' এরপর পৃথ্বী লেখেন, 'হ্যাঁ, পণ্ডিতজি। যেমন আপনার আজ্ঞা।' পৃথ্বীর এই উত্তর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। জাতীয় দলে ব্রাত্য থাকায়, পৃথ্বী চলে গিয়েছিলেন বিদেশে। পৃথ্বী ইংল্যান্ড'স ওয়ানডে কাপে নর্দ্যাম্পটনশায়ারের হয়ে চার ইনিংসে করেছেন ৪২৯ রান। এর মধ্যে ১৫৩ বলে ২৪৪ রানের ইনিংসও রয়েছে। টিম ইন্ডিয়া এবং দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শ চলতি বছরের শুরুতেই একেবারে অক্রিকেটীয় কারণে খবরের শিরোনামে এসেছিলেন। বর্ষবরণে রাতে পৃথ্বীর অন্তরঙ্গ ছবি চলে এসেছিল প্রকাশ্যে। ২৩ বছরের প্রতিভাবান ক্রিকেটারকে দেখা গিয়েছিল মুম্বইয়ের এক পাবে। পৃথ্বীর সঙ্গে ছিলেন মডেল-অভিনেত্রী নিধি তাপাড়িয়া। নিধিই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পৃথ্বীর সঙ্গে পার্টি করার ছবি শেয়ার করেছিলেন। বছর বাইশের মডেলকে পৃথ্বীকে ডেট করছিলেন বলেই জানা গিয়েছিল। লোক মুখে শোনা যায় যে, অভিনেত্রী প্রাচী সিংই ছিলেন পৃথ্বীর প্রথম গার্লফ্রেন্ড। প্রাচী-পৃথ্বীর পথ আলাদা হওয়ার পর পৃথ্বীর জীবনে নতুন বসন্ত এনেছিলেন নিধি। এমনটাই শোনা গিয়েছিল। কে এই নিধি তাপাড়িয়া? পৃথ্বীর নতুন বান্ধবীর পেশা মডেলিং ও অভিনয়। মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা নিধি। শিশু অভিনেতা হিসেবে অভিনয়ে হাতেখড়ি নিধির। ঋতুরাজ মোহান্তির 'তেরি ইয়াদ' গানের মিউজিক ভিডিয়োতে নিধিকে পাওয়া গিয়েছিল। এছাড়াও নিধিকে জনপ্রিয় টিভি শো 'সিআইডি'-র বেশ কিছু এপিসোডে দেখা গিয়েছে। এরপর ২০১৯ সালে নিধি ভয়ংকর জনপ্রিয়তা পেয়েছিলেন। কুলবিন্দর বিলার পঞ্জাবি গানের মিউজিক ভিডিয়ো 'জট্টা কোকা'-তিনি আগুন জ্বেলেছিলেন। মহিলাদের সঙ্গে একাধিকবার পৃথ্বীর নাম জড়িয়েছে। এর মাঝে আবার পৃথ্বী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিস্তর বিতর্কে জড়িয়েছেন।

আরও পড়ুন: IND vs PAK | Asia Cup 2023: 'কারোর বলায় কী যায় আসে'! কোহলি ইস্যুতে আগরকরকে পাল্টা মিসাইল পাক নক্ষত্রের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.