বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে আজ মুখোমুখি ইংল্যান্ড-ক্রোয়েশিয়া

কোনও দলই ব্যাক্তিগত নৈপুন্যের ওপর নির্ভরশীল নয়। টিম গেমেই ভরসা রাখছে ক্রোটদের পাশাপাশি ব্রিটিশরাও।

Updated By: Jul 11, 2018, 07:23 AM IST
বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে আজ মুখোমুখি ইংল্যান্ড-ক্রোয়েশিয়া
সৌজন্যে- ফিফা

নিজস্ব প্রতিবেদন : বুধবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মস্কোয় মুখোমুখি ইংল্যান্ড-ক্রোয়েশিয়া। আবারও দুই ইউরোপীয় শক্তির লড়াই। একদিনে ৫২ বছর পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে 'থ্রি লায়ন্স'রা। ২০ বছর আগে বিশ্বকাপে আবির্ভাবেই সেমিফাইনালে খেলেছিল ক্রোটরা। সেবার হয়নি, তাই এবার বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন ক্রোটরা।

আরও পড়ুন - বেলজিয়ামের অশ্বমেধের ঘোড়া থামিয়ে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স

একদিকে হ্যারি কেনের আলোয় বিশ্বকাপে উদ্ভাসিত ব্রিটিশরা। সঙ্গে ডেলে আলি, রহিম স্ট্রালিং, অ্যাশলে ইয়ং,জেসে লিংগার্ড তো রয়েছেনই। অন্যদিকে সোনার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ক্রোয়েশিয়া। আর তার প্রধান দুই চালিকাশক্তির নাম লুকা মডরিচ ও ইভান রাকিটিচ। তবে ক্রোয়েশিয়া কিংবা ইংল্যান্ড কোনও দলই ব্যাক্তিগত নৈপুন্যের ওপর নির্ভরশীল নয়। টিম গেমেই ভরসা রাখছে ক্রোটদের পাশাপাশি ব্রিটিশরাও।

পায়ে ব্যথা থাকা সত্ত্বেও প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ করতে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামত মরিয়া ক্রোয়েশিয়ার গোলরক্ষক দানিয়েল সুবাসিচ। '৯০ সালের পর বিশ্বকাপের সেমি ফাইনালে ওঠা ইংল্যান্ডকে হারানো কঠিন হবে বলে মনে করেন সুভাসিচ। তাঁর মতে, "ইংল্যান্ডের দারুণ সব ফুটবলার আছে- ওরা দারুন দল। ওদের অনেক উঠতি ফুটবলার রযেছে।আমাদের জন্য আরও একটা কঠিন ম্যাচ হবে, কঠিন এক চ্যালেঞ্জ।"

আরও পড়ুন - সেমি ফাইনালে খেলতে পারবেন ভিদা!

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কৌশল বদলাবেন না বলে জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে সতর্ক সাউথগেট বলেন, "অবশ্যই ওদের শক্তিশালী মিডফিল্ড আছে। তাদেরকে খেলার জায়গা না দেওয়াটাই হবে ফুটবলারদের কাজ। কেননা ওরা (ক্রোয়েশিয়া) খুবই উঁচু মানের প্রতিপক্ষ। আমাদের সচেতন থাকতে হবে।"

.