বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ ব্রাজিলের সামনে মেক্সিকো
সোমবার সামারা অ্যারেনায় কি দেখা যাবে সাম্বার ঝলক?
নিজস্ব প্রতিবেদন : সোমবার সামারা অ্যারেনায় বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের সামনে মেক্সিকো। গতবারের চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে চমক দিয়েছে মেক্সিকো। মেক্সিকান ওয়েভ থামাতে কুটিনহো-নেইমার জুটির ওপর ভরসা রাখছেন ব্রাজিল কোচ তিতে।
আরও পড়ুন- টাইব্রেকারে ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টারে ক্রোয়েশিয়া
মেক্সিকোর বিরুদ্ধে ব্রাজিলের প্রথম একাদশে থাকছেন না মার্সেলো। পিঠের ব্যথার কারণে সার্বিয়ার বিরুদ্ধে দশ মিনিটে মাঠ ছেড়ে যাওয়া মার্সেলোর জায়গায় নামা ফিলিপে লুইস মেক্সিকোর বিরুদ্ধে শুরু করবেন। রবিবার দলের সঙ্গে অনুশীলন করলেও পুরো ম্যাচ খেলার জন্য মার্সেলো প্রস্তুত নন বলেই মনে করেন ব্রাজিল কোচ তিতে। তবে মেক্সিকোর বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে নামার আগে নেইমার সেরা ছন্দে ফিরেছে বলে জানিয়েছেন ব্রাজিল কোচ। কোস্তা রিকা ম্যাচে গোলও পেয়েছেন নেইমার। সার্বিয়ার বিরুদ্ধে নেইমারের পারফরম্যান্স নজর কেড়েছে তিতের। কুটিনহো, জেসুস, পাওলিনহো, উইলিয়ানদের ওপর আস্থা রাখলেও মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ সতর্ক ব্রাজিল শিবির। কোয়ার্টার ফাইনালে অন্য ব্রাজিলকে দেখা যাবে বলছেন ক্যাসেমিরো।
"We’re looking strong going into the knockout stage"
We caught up with @CBF_Futebol's @Casemiro ahead of #BRAMEX#WorldCup pic.twitter.com/MQ5HidR4kj— FIFA World Cup (@FIFAWorldCup) July 2, 2018
বিশ্বকাপের কখনও ব্রাজিলকে হারাতে না পারলেও রাশিয়ায় সেটাই করে দেখাতে চাইছেন ওচোয়ারা। জার্মানিকে হারানোর পর দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই ব্রাজিল বধ করতে চাইছেন মেক্সিকো অধিনায়ক গুয়ার্দাদো। সোমবার সামারা অ্যারেনায় কি দেখা যাবে সাম্বার ঝলক? নাকি অঘটনের বিশ্বকাপে সাম্বা জাদু সরিয়ে এবার মেক্সিকান ওয়েভ? ফুটবল বিশেষজ্ঞরাই যে দ্বিধাবিভক্ত!