আন্ডোরার কাছে জিতলেও, যোগ্যতাঅর্জনে পরের ম্যাচ জিততেই হবে রোনাল্ডোদের
Updated By: Oct 8, 2017, 07:25 PM IST
ছবি- গেটি
নিজস্ব প্রতিবেদন: জিতল বটে, তবে কসরত করে। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে দুর্বল আন্ডোরাকে হারাতে রীতিমতো কালঘাম ছুটে গেল পর্তুগালের। ২-০ গোলে ম্যাচ জিতলেও এখনও রাশিয়া বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারেননি পেপেরা।
আরও পড়ুন- বেলারুশের বিরুদ্ধে জিতে রাশিয়া বিশ্বকাপে যোগ্যতা অর্জনের আশা জিইয়ে রাখল হল্যান্ড
ম্যাচের প্রথমার্ধে রোনাল্ডোকে মাঠে নামাননি পর্তুগাল কোচ। অবশ্য দ্বিতীয়ার্ধে নেমে দলের হয়ে গোলমুখ খোলেন সেই রোনাল্ডোই। এই নিয়ে বিশ্বকাপের যোগ্যতানির্ধারণী পর্বের ম্যাচে পনেরোটি গোল করে রবার্ট লেওনডস্কিকে ছুঁয়ে ফেললেন সিআর সেভেন। ৮৬ মিনিটে ব্যবধান বাড়ান এসি মিলান স্ট্রাইকার আন্দ্রে সিলভা। তাঁকে দিয়ে গোল করান সেই রোনাল্ডোই। রাশিয়া বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য পরের ম্যাচে সুইজারল্যান্ডকে হারাতেই হবে পর্তুগালকে।