করোনা মোকাবিলায় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গে ভিডিয়ো কনফারেন্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
কলকাতা থেকে ভিডিয়ো কনফারেন্সে যোগ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। মারণ ভাইরাসের মোকাবিলায় কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন ক্রীড়াবিদরা। দেশের মানুষকে আরও সচেতন করতে কিভাবে সেলিব্রিটিদের কাজে লাগানো যায়, তা নিয়ে এবার আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করলেন নমো।
Prime Minister Narendra Modi held meeting with 40 top sportspersons from various sports via video conferencing today, on #COVID19 situation in the country. pic.twitter.com/NGzl4mL45x
— ANI (@ANI) April 3, 2020
কলকাতা থেকে ভিডিয়ো কনফারেন্সে যোগ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের পাশাপাশি এই বৈঠকে ছিলেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, যবুরাজ সিং, রোহিত শর্মা, বীরেন্দ্র সেওয়াগ, চেতেশ্বর পূজারা।
Prime Minister Narendra Modi held meeting with 40 top sportspersons, including Sachin Tendulkar, PV Sindhu and Hima Das, via video conferencing today, on #COVID19 situation in the country. pic.twitter.com/eC4xKceL4a
— ANI (@ANI) April 3, 2020
সূত্রের খবর ক্রিকেটারদের পাশাপাশি ভিডিয়ো কনফারেন্সে মোদীর সঙ্গে ছিলেন দেশের ৪০ জন এলিট অ্যাথলিট। পিটি উষা, পুলেল্লা গোপীচাঁদ, বিশ্বনাথন আনন্দের মতো তারকারাও ছিলেন এই বৈঠকে।
আরও পড়ুন - মানবিক মহারাজ এবার ভাইরাল 'চা কাকু'র পাশে