Ravindra Jadeja: জাদেজার অধিনায়কত্ব নিয়ে ঘোর আপত্তি শাস্ত্রীর! জানালেন কার দায়িত্ব নেওয়া উচিত ছিল
রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) অধিনায়ক হওয়ায় খুশি নন রবি শাস্ত্রী (Ravi Shastri)
নিজস্ব প্রতিবেদন: এক-দু'টো নয়, পরপর চার ম্যাচে হার! চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বায়োডেটার সঙ্গে যা একেবারে বেমানান। আইপিএলের ১৫ বছরের ইতিহাসে চারবারের চ্যাম্পিয়ন দলের শুরুটা কখনও এত খারাপ হয়নি। ১০ দলীয় লড়াইয়ে চেন্নাই লিগ টেবিলের 'লাস্ট বয়!'চলতি আইপিএল (IPL 2022) শুরুর আগেই এমএস ধোনি (MS Dhoni) সিএসকে-র ক্যাপ্টেনসির ব্যাটন তুলে দেন রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) হাতে।
ক্যাপ্টেন হিসাবে জাদেজা নতুন ইনিংস শুরু করেই প্রবল সমালোচনার মুখে। এবার জাদেজার অধিনায়কত্ব নিয়ে ঘোর আপত্তি জানালেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। ভারতীয় দলের প্রাক্তন হেডস্যার সাফ বলছেন যে, জাদেজার অধিনায়ক হওয়াই উচিত ছিল না, শাস্ত্রী এও বলেন যে, চেন্নাই ফাফ দু প্লেসসিকে (Faf du Plessis) ছেড়ে দিয়ে ভুল করেছে। চেন্নাইয়ের পরবর্তী ক্যাপ্টেন তাঁরই হওয়া উচিত ছিল। এক স্পোর্টস ওয়েবসাইটে শাস্ত্রী বলেন, "আমি বিশ্বাস করি জাদেজার মতো প্লেয়ারের ক্রিকেটেই ফোকাস করা উচিত। চেন্নাই যদি আবার ভাবত, তাহলে ওরা ফাফ দু প্লেসসিকে ছেড়ে দিত না। ও ম্যাচ উইনার প্রচুর খেলেছে। ধোনি যদি দলের নেতৃত্ব দিতে না চেয়ে থাকে, তাহলে ফাফেরই ক্যাপ্টেন হওয়া উচিত ছিল। জাদেজা থাকত প্লেয়ার হিসাবে। তাহলে ও মুক্ত মনে ক্রিকেট খেলতে পারত। অধিনায়কত্বের চাপ থাকত না ওর ওপর। চেন্নাইয়ের জন্য অন্য় কিছু হতে পারত।"
বিগত সাত বছর ফাফের অসাধারণ সার্ভিস পেয়ে এসেছে চেন্নাই। সেই ফাফকে এবার ৭ কোটি টাকায় নিলামে নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) অধিনায়ক করেছে। নতুন ভূমিকায় ফাফ শুরু করেছেন নতুন অধ্যায়। আইপিএলে ধোনির দলে ফুল ফুটিয়েছেন ফাফ। বরাবর দুরন্ত ব্যাটিং আর চোখ ধাঁধানো ফিল্ডিংয়ে নিজের ছাপ রেখেছেন তিনি। এই নিয়ে কোনও সন্দেহ নেই যে, এই আইপিএলে (IPL 2022) চেন্নাই তাঁর রীতিমতো অভাব অনুভব করছে। গত মরশুমে চেন্নাইকে চ্যাম্পিয়ন করাতেও বড় অবদান রাখেন ফাফ। ১৬ ম্যাচে ৬৩৩ রান করেছিলেন তিনি।
আরও পড়ুন: Kuldeep Yadav-Rishabh Pant: আগুনে ফর্মে কুলদীপ! কৃতিত্ব দিচ্ছেন অধিনায়ক পন্থকে