Pele: ক্যানসার আক্রান্ত পেলের পাশে গোটা পরিবার, হাসপাতালেই ক্রিসমাস উদযাপন
গোটা বিশ্ব যখন ক্রিসমাস উদযাপনে ব্যস্ত, তখন পেলে রয়েছেন হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে। গত বছর সেপ্টেম্বরে পেলের কোলন ক্যানসার ধরা পড়ে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শরীরের অবস্থা ভালো নয়। বেশ কয়েক বছর ধরেই ক্যানসারে আক্রান্ত পেলে (Pele)। বিশ্বকাপ (FIFA World Cup 2022) চলার সময় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছিল। সেইজন্য সাও পাওলোর (Sao Paulo) সেই অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে (Albert Einstein Hospital) ভর্তি রয়েছেন ব্রাজিলের (Brazil) তিনবারের বিশ্বজয়ী কিংবদন্তি। তাই বড়দিন উপলক্ষে 'ফুটবল সম্রাট'-এর পাশে তাঁর পরিবার। চিকিৎসকরা চলতি সপ্তাহের শুরুর দিকে বলেছিলেন যে, পেলের ক্যানসার বাড়ছে। এছাড়াও কিডনি এবং হৃদযন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে। তবে তিনি সঠিক পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন। যদিও এর পর থেকে তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের তরফে আর কোনও বার্তা দেওয়া হয়নি।
ইতিমধ্যেই পেলের পুত্র এডিনহো সাও পাওলোয় এসেছেন। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে একমাত্র চিকিৎসকরাই তাঁর বাবাকে সাহায্য করতে পারেন। পেলের কন্যা কেলি এক বিবৃতিতে বলেছেন, 'এডসন এখন এখানে আছে। লড়াই আর বিশ্বাস নিয়ে আমরা এখনও আছি। আরও একটা রাত কাটাবো।' পেলেকে জড়িয়ে ধরে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেলি। পাশে রয়েছেন এডিনহো ও তাঁর দুই সন্তান। এই ছবি এডিনহোও পোস্ট করে বলেছেন, 'আমরা কোথাও যাচ্ছি না। এখানেই থাকছি। বাবা, আমার শক্তি তোমার।'
আরও পড়ুন: Shane Warne, AUS vs SA: প্রয়াত ওয়ার্নিকে সম্মান জানিয়ে কোন অভিনব উদ্যোগ নিল ক্রিকেট অস্ট্রেলিয়া?
গোটা বিশ্ব যখন ক্রিসমাস উদযাপনে ব্যস্ত, তখন পেলে রয়েছেন হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে। গত বছর সেপ্টেম্বরে পেলের কোলন ক্যানসার ধরা পড়ে। এরপর থেকেই নানা সমস্যায় বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৮২ বছরের ব্রাজিলিয়ান কিংবদন্তিকে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)