১৩ বছর পর ম্যাকগ্রাকে ছুঁয়ে আইসিসি-র এক নম্বর টেস্ট বোলার প্যাট কামিন্স
ডারবানে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা ৩টি উইকেট পেলেও তাঁকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছেন কামিন্স।
নিজস্ব প্রতিবেদন : আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় এক নম্বরে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। ১৩ বছর পর কোনও অজি পেসার আবার এই মাইলস্টোন স্পর্শ করলেন। শেষ বার ২০০৬ সালে এই কীর্তি গড়েছিলেন গ্লেন ম্যাকগ্রা। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে দুরন্ত পারফরম্যান্সের পর টেস্টের এক নম্বর বোলার হলেন কামিন্স।
JUST IN: @patcummins30 becomes the first Aussie since @glennmcgrath11 to be the world's No.1 Test bowler: https://t.co/hJpqscUmYz pic.twitter.com/V8bUc9i6r4
— cricket.com.au (@cricketcomau) February 17, 2019
শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ১৪টি উইকেট নেন ২৫ বছর বয়সী অজি পেসার প্যাক কামিন্স। যার মধ্যে রয়েছে এক ইনিংসে ৬টি উইকেটও। রবিবার আইসিসি-র প্রকাশিত র্যাঙ্কিংয়ে টেস্টে বোলারদের মধ্যে এক নম্বরে রয়েছেন কামিন্স। কামিন্সের রেটিং পয়েন্ট ৮৭৮। ডারবানে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা ৩টি উইকেট পেলেও তাঁকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছেন কামিন্স। দু নম্বর জায়গা ধরে রেখেছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। রাবাডা নেমে গিয়েছেন তিন নম্বরে।
২০০৬ সালে ফেব্রুয়ারি মাসেই অস্ট্রেলিয়ার পেসার গ্লেন ম্যাকগ্রা আইসিসি টেস্ট র্যাঙ্কিং-এ সবার উপরে উঠছে এসেছিলেন। তারপর ২০০৯ সালে মিচেল জনসন কাছাকাছি এসেও এক নম্বর জায়গায় আসতে পারেননি। কিন্তু ম্যাকগ্রার ১৩ বছর পর আবার টেস্ট বোলারদের সিংহাসনে অজি পেসার প্যাট কামিন্স।
আরও পড়ুন - পুলওয়ামায় জঙ্গি হামলা : শহিদদের পরিবারের পাশে থাকার অনুরোধ বিসিসিআই ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের