আগের ম্যাচে জন..গণ..মন গেয়েছিলেন, আজ আবার অন্য পরিকল্পনা করে রেখেছেন পাক সমর্থক আদিল
আজ, আবার ভারত-পাকিস্তান ম্যাচ। দুবাইয়ের একই মাঠে।
নিজস্ব প্রতিনিধি : আদিল তাজ। নামটা রাতারাতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। কারণটা অবশ্যই অভিনব। একজন পাকিস্তানি নাগরিক হয়ে তিনি কিনা ভারতের জাতীয় সঙ্গীত গেয়েছেন! এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে দাঁড়িয়ে জন..গণ..মন গেয়েছিলেন আদিল। তার সেই অভিনব কাণ্ডের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছিল।
আরও পড়ুন- আজ ফের ভারত-পাকিস্তান মহাযুদ্ধ, এবার কিন্তু দু'দলের কাছেই গুরুত্বপূর্ণ ম্যাচ
আদিল পরে জানিয়েছিলেন, ম্যাচ শুরুর আগে পাকিস্তানের জাতীয় সঙ্গীত হওয়ার সময় ভারতীয় দর্শকদের সম্মানজ্ঞাপনে তিনি মুগ্ধ হয়েছিলেন। তাই পরিবর্তে তিনিও এমনই একটা ভাল কিছু করতে চেয়েছিলেন। অনেকেই প্রশ্ন করেছিলেন, আদিল একজন পাকিস্তানি হয়ে কী করে ভারতের জাতীয় সঙ্গীত পুরোটা জানেন! তাতে এই পাক ক্রিকেট সমর্থক জানিয়েছিলেন, তিনি বলিউড সিনেমা কভি খুশি কভ গম থেকে জাতীয় সঙ্গীতের পুরোটা শিখেছেন। আদিল বলছিলেন, ''আমার ওই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে কয়েকশো মেসেজ পেয়েছি। ভারতীয় সমর্থকরা আমাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই বলছিলেন, পাকিস্তানিদের সম্পর্কে তাদের মনোভাব বদলে গিয়েছে। কথাগুলো শুনে আমার গর্ব হচ্ছিল। দুই দেশের সম্পর্কের উন্নতিতে ভাল কিছু করতে পেরেছি বলে।''
আরও পড়ুন- Asia Cup 2018 : অনন্য রেকর্ড! গোঁফে তা দিয়ে সচিন, দ্রাবিড়, গাওয়াস্করের পাশে বসলেন 'গব্বর'
আজ, আবার ভারত-পাকিস্তান ম্যাচ। দুবাইয়ের একই মাঠে। আজও মাঠে উপস্থিত থাকবেন আদিল। এবং আজও তিনি আলাদা কিছু একটা করার পরিকল্পনা করে রেখেছেন। সেটা কী? আজ ভারত ও পাকিস্তানের পতাকা সেলাই করে একসঙ্গে করে মাঠে হাজির হবেন তিনি। আর একসঙ্গে থাকা সেই দুই দেশের পতাকা নিয়ে গায়ে জড়িয়ে গ্যালারিতে বসবেন বলে ঠিক করেছেন। আদিল বলছিলেন, ''দুই প্রতিবেশি দেশের সম্পর্কের উন্নয়নে এটা আমার আরেকটা পদক্ষেপ।''