ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ পাকিস্তান

পাক হকি খেলোয়াড়দের দেশে ফেরত পাঠানোর জের। পরিবর্ত পরিস্থিতিতে এবার মহিলা বিশ্বকাপ ক্রিকেটের স্থান বদলের দাবি জানাল পাক ক্রিকেট বোর্ড। আইসিসির কাছে সাউথ আফ্রিকায় ম্যাচ নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে পিসিবি। সাম্প্রতিক ভারত-পাক চাপানউতোরের জেরে ভারতে খেলতে আসবে না বলে ইতিমধ্যেই জানিয়েছে পাক মহিলা ক্রিকেট দল। মহিলা বিশ্বকাপ ক্রিকেটে মুম্বই এবং আহমেদাবাদে খেলার কথা ছিল পাক ক্রিকেট দলের।

Updated By: Jan 16, 2013, 09:19 PM IST

পাক হকি খেলোয়াড়দের দেশে ফেরত পাঠানোর জের। পরিবর্ত পরিস্থিতিতে এবার মহিলা বিশ্বকাপ ক্রিকেটের স্থান বদলের দাবি জানাল পাক ক্রিকেট বোর্ড। আইসিসির কাছে সাউথ আফ্রিকায় ম্যাচ নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে পিসিবি। সাম্প্রতিক ভারত-পাক চাপানউতোরের জেরে ভারতে খেলতে আসবে না বলে ইতিমধ্যেই জানিয়েছে পাক মহিলা ক্রিকেট দল। মহিলা বিশ্বকাপ ক্রিকেটে মুম্বই এবং আহমেদাবাদে খেলার কথা ছিল পাক ক্রিকেট দলের।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের পক্ষে ম্যাচ আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। সমগ্র পরিস্থিতির কথা আইসিসিকে জানিয়েছে বিসিসিআই। তবে শেষপর্যন্ত মহিলা বিশ্বকাপ ক্রিকেট কোথায় হবে আইসিসি-ই তা স্থির করবে বলে বোর্ড কর্তা রাজীব শুক্লা জানিয়েছেন।

.