ইমার্জিং ন্যাশনস কাপের আয়োজন করছে পাকিস্তান, ভারত খেলবে শ্রীলঙ্কায়!
করাচিতে খেলতে আসা দলগুলোর জন্য হাইপ্রোফাইল সিকিউরিটির বন্দোবস্ত করা হয়েছে। গোটা প্রতিযোগিতায় বিদেশি দলগুলোর নিরাপত্তায় সর্বতভাবে জোর দেওয়া হবে বলেও পাক বোর্ডের তরফে আশ্বস্ত করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানে দল নিয়ে আসুন, পাক ক্রিকেট বোর্ডের এই আমন্ত্রণ আগেই বাতিল করে দিয়েছিল বিসিসিআই। ‘নিরপত্তাহীনতা’র কারণেই পাকিস্তানে দল পাঠাবে না বলে জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। এমন অবস্থায় ভারতকে প্রতিযোগিতায় সামিল করতে ক্রীড়াসূচিতে পরিবর্তন করল পাকিস্তান। ইমার্জিং ন্যাশনস কাপের কেবল ৬টি ম্যাচই হবে পাকিস্তানে। বাকি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। সেক্ষেত্রে ভারতকে আর পাকিস্তানে আসতে হবে না। নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলবে ভারতীয় দল। এমনকি ইমার্জিং ন্যাশনস কাপের ফাইনালও হবে সেখানেই। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কলম্বো-তে হবে ইমার্জিং ন্যাশনস কাপের ফাইনাল।
আরও পড়ুন- ‘অজীব দাস্তান হ্যা ইয়ে’, মেরি কমের গলায় লতা মঙ্গেশকেরর গান! দেখুন ও শুনুন
পাক ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, করাচিতে খেলতে আসা দলগুলোর জন্য হাইপ্রোফাইল সিকিউরিটির বন্দোবস্ত করা হয়েছে। গোটা প্রতিযোগিতায় বিদেশি দলগুলোর নিরাপত্তায় সর্বতভাবে জোর দেওয়া হবে বলেও পাক বোর্ডের তরফে আশ্বস্ত করা হয়েছে।
আরও পড়ুন- বিরাটের উইকেট নিয়ে ‘দৈত্য শিকারি’র তকমা পেলেন এই অজি তরুণ
ওয়াকিফহাল মহল মনে করছে, এই প্রতিযোগিতা আয়োজন করা পাকিস্তানের কাছে আসলে একটা চ্যালেঞ্জ। ইমারন খান ক্ষমতায় আসার পর, সেদেশে সুরক্ষার যে কোনও খামতি পাক সরকার ও ক্রিকেট বোর্ড রাখবে না, সেটাই প্রমাণে মরিয়া তাঁরা।