স্টেইনের গোলায় পাকিস্তান অলআউট ৪৯ রানে

জোহানেসবার্গে চরম লজ্জায় পড়ল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হল মাত্র ৪৯ রানে। টেস্ট ক্রিকেটে এটাই পাকিস্তানের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান আজহার আলির। আজহার করেন ১৩ রান। আজহার ছাড়া দু অঙ্কের রান করেছেন একমাত্র অধিনায়ক মিসবা উল হক (১২)।

Updated By: Feb 2, 2013, 06:36 PM IST

জোহানেসবার্গে চরম লজ্জায় পড়ল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হল মাত্র ৪৯ রানে। টেস্ট ক্রিকেটে এটাই পাকিস্তানের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান আজহার আলির। আজহার করেন ১৩ রান। আজহার ছাড়া দু অঙ্কের রান করেছেন একমাত্র অধিনায়ক মিসবা উল হক (১২)।
ডেল স্টেইনের স্বপ্নের স্পেলেই পাকিস্তানকে লজ্জার কাঠগড়ায় দাঁড় করাল। স্টেইন মাত্র ৮ ওভার বল করে ৮ রান খরচ করে নিলেন ৬ টি উইকেট। একটা সময় মনে হচ্ছিল স্টেইনের বল দেখতেই পাচ্ছেন না পাক ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিল ২৫৩ রান। তবু পাকিস্তানকে ফলো আন করালেন না স্মিথ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছেন দুই ওপেনার পিটারসেন আর স্মিথ।

.