Pakistan vs New Zealand: ইমরানের ফোনেও চিড়ে ভিজল না, দল ফেরাতে মরিয়া নিউজিল্যান্ড
ফোন করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা আশ্বস্ত করেন পাক প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন: নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে একেবারে শেষ মুহূর্তে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ( New Zealand)। ওয়ান ডে-র প্রথম ম্যাচের টসের আগেই পাকিস্তান সিরিজ (Pakistan Series) খেলতে পারবে না বলে নিউজিল্যান্ড জানায়। এরপরেই নিরাপত্তা (security) আশ্বস্ত করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনকে ফোন করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। যদিও তাতে লাভে কিছুই হল না। বল গড়ানোর আগেই বাতিল হয়ে গেল নিউজিল্যান্ড-পাকিস্তানের সংক্ষিপ্ত ওভারের গোটা সিরিজ।
পাক ক্রিকেট বোর্ড (PCB)-র তরফে বিবৃতিতে বলা হয়েছে, 'আগত সকল টিমের জন্যই নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করেছিল পাকিস্তান সরকার ও পিসিবি। নিউজিল্যান্ডের ক্রিকেট দলকেও আশ্বস্ত করা হয়েছিল। পাক প্রধানমন্ত্রী ব্যক্তিগত ভাবে কথা বলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গেও। জানানো হয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বিশ্বের অন্যতম সেরা। আগত টিমদের কারও নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র আশঙ্কার কারণ নেই।'
আরও পড়ুন: Pakistan vs New Zealand: কোন জগতে থাকে নিউজিল্যান্ড? বিস্ফোরক রামিজ রাজা
আরও পড়ুন:Pakistan vs England: পাক সফর নিয়ে শঙ্কায় ইংল্যান্ড! আগামী ৪৮ ঘণ্টায় সিদ্ধান্ত
যদিও আশ্বাসবাণীতে চিড়ে ভেজেনি। পাকিস্তান থেকে দ্রুত দল ফেরাতে চাইছে নিউজিল্যান্ড। এদিকে পরের মাসেই পাকিস্তান সফরে আসার কথা ইংল্যান্ডের। যদিও সেই সফরেও নিরাপত্তা নিয়ে আশঙ্কার মেঘ দেখা দিচ্ছে।
আরও পড়ুন: Pakistan vs New Zealand: সফর বাতিল করায় নিউজিল্যান্ডকে আখতার-আফ্রিদির তোপ
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)