বয়কটের পাল্টা বয়কট! পাকিস্তানে গিয়ে ক্রিকেট না খেললে ভারতকে বয়কট করবে পাকিস্তান

ভারতকে আইসিসি এবং এসিসি টুর্নামেন্টগুলিতে বয়কট করার হুমকি দিলেন পাক বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। ডিসেম্বরে পাকিস্তানে এসে দ্বিপাক্ষিক সিরিজ না খেললে তারা ভারতকে বয়কট করবেন বলে হুমকি দিয়েছেন পাক বোর্ড চেয়ারম্যান।

Updated By: Sep 26, 2015, 06:02 PM IST
বয়কটের পাল্টা বয়কট! পাকিস্তানে গিয়ে ক্রিকেট না খেললে ভারতকে বয়কট করবে পাকিস্তান

ব্যুরো: ভারতকে আইসিসি এবং এসিসি টুর্নামেন্টগুলিতে বয়কট করার হুমকি দিলেন পাক বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। ডিসেম্বরে পাকিস্তানে এসে দ্বিপাক্ষিক সিরিজ না খেললে তারা ভারতকে বয়কট করবেন বলে হুমকি দিয়েছেন পাক বোর্ড চেয়ারম্যান।

ভারতকে বয়কটের হুমকি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। তাঁর বক্তব্য ভারত পরিষ্কার করুক যে তারা ডিসেম্বরে পাকিস্তানে খেলতে আসবে কি না। এই মর্মে ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটি চিঠিও দিয়েছেন বলে দাবি তাঁর। শাহরিয়ার জানিয়েছেন এখনও পর্যন্ত বিসিসিআই থেকে কোনও উত্তর পাননি তিনি। শাহরিয়ার জানিয়েছেন খেলতে না এলে তারা আইসিসি এবং এসিসি টুর্নামেন্টগুলিতে ভারতকে বয়কট করবে।ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারছে না বলে হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড। হতাশা এতটাই যে হুমকির সুরে মন্তব্য করতে শুরু করে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। যদিও এই হুমকিকে গুরুত্ব দিচ্ছে না বিসিসিআই। কারণ ভারতীয় বোর্ড সচিব অনুরাগ ঠাকুর আগেই জানিয়েছেন যে দুদেশের মধ্যে রাজনৈতিক ডামাডোলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ করা সম্ভব নয়। ভারত-পাক সিরিজের আয়োজন শুধুমাত্র দুদেশের বোর্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, তার জন্য প্রয়োজন কেন্দ্রীয় সরকারের সবুজ সঙ্কেত।

.