বিশ্ব একাদশের বিরুদ্ধে পাকিস্তান দল কেমন হল জেনে নিন
![বিশ্ব একাদশের বিরুদ্ধে পাকিস্তান দল কেমন হল জেনে নিন বিশ্ব একাদশের বিরুদ্ধে পাকিস্তান দল কেমন হল জেনে নিন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/26/91836-pakistan26-8-17.jpg)
ওয়েব ডেস্ক: দীর্ঘদিন বাদে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। পাকিস্তানের মাটিতেই খেলতে আসছেন বিশ্বসেরা একঝাঁক ক্রিকেটার। তিনটি টি২০ ম্যাচের ক্রিকেট সিরিজ। পাকিস্তান বনাম বিশ্ব একাদশ। সেপ্টেম্বরের ১২, ১৩ এবং ১৫ তারিখ খেলা হবে এই ম্যাচগুলো। ইতিমধ্যে বিশ্ব একাদশের দল ঘোষণা হয়ে গিয়েছে। বিশ্ব একাদশ দলকে নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার ফ্যাফ দুপ্লেসি। ঘোষণা করা হল, পাকিস্তান দলও। তবে, দলে রাখা হল না, অলরাউন্ডার মহম্মদ হাফিজ এবং কামরান আকমলকে।
আরও পড়ুন তৃতীয় একদিনের ম্যাচের আগে শ্রীলঙ্কার জন্য আরও খারাপ খবর
এক ঝলকে দেখে নিন পাকিস্তান দল কেমন হল - সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফকর জামান, আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, বাবর আজম, উমর আমিন, ইমাদ ওয়াসিম, মহম্মদ নওয়াজ, শাদাব খান, ফাহিম আসরাফ, হাসান আলি, আমির ইয়ামিন, মহম্মদ আমির, রমান রইস, সোহেল খান এবং উসমান সিনওয়ারি।
আরও পড়ুন কুমার সাঙ্গাকারার বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেললেন মহেন্দ্র সিং ধোনি