ভারতে আসার গ্রিন সিগন্যাল মিলল আফ্রিদিদের

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে জটিলতা কাটল। ভারতের মাটিতে পাক দলকে খেলার সবুজ সংকেত দিয়ে দিল সে দেশের সরকার। টি- ২০ বিশ্বকাপ খেলতে শাহিদ আফ্রিদিদের ভারতে আসার অনুমতি দিল পাকিস্তান সরকার । সরকারের  ছাড়পত্র পাওয়ার পর পাক বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন অনুমতি পেয়ে তারা ভীষণ  খুশি।

Updated By: Feb 25, 2016, 10:06 PM IST
ভারতে আসার গ্রিন সিগন্যাল মিলল আফ্রিদিদের

ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে জটিলতা কাটল। ভারতের মাটিতে পাক দলকে খেলার সবুজ সংকেত দিয়ে দিল সে দেশের সরকার। টি- ২০ বিশ্বকাপ খেলতে শাহিদ আফ্রিদিদের ভারতে আসার অনুমতি দিল পাকিস্তান সরকার । সরকারের  ছাড়পত্র পাওয়ার পর পাক বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন অনুমতি পেয়ে তারা ভীষণ  খুশি।
 
পাশাপাশি ICC  র কাছে শাহরিয়ার খান, আফ্রিদিদের ভারতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করার অনুরোধ করেছেন । উল্লেখ্য, ভারত-পাক সিরিজ ভেস্তে যাওয়ার পর টি- ২০ বিশ্বকাপ খেলতে শাহিদ আফ্রিদিদের ভারতে যাওয়ার  অনুমতি দেবে না বলে পাকিস্তান সরকার পাক বোর্ডকে জানিয়ে দিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে  শাহরিয়ার খান পাক সরকারকে বোঝাতে সক্ষম হন টি-২০ বিশ্বকাপ বয়কট করলে বিরাট  আর্থিক ক্ষতির সন্মুখীন হবে তাদের বোর্ড । এরপর মেলে ভারতে আসার ছাড়পত্র । টি-২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ১৯ মার্চ ধর্মশালাতে । এদিকে টি-২০ বিশ্বকাপে পাক সমর্থকদের যাতে ভারতে আসার ক্ষেত্রে সম্যসা না হয় তা দেখার জন্য ভারত সরকারকে অনুরোধ করেছেন শাহরিয়ার খান ।

 

.