চিরপ্রতিদ্বন্ধী পাকিস্তানকে হারিয়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ যাত্রা শুরু ভারতের
পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। শনিবার দুবাইতে পাকিস্তানকে ৪০ রানে হারিয়ে দেয় জুনিয়র টিম ইন্ডিয়া। এদিন ভারতের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন সঞ্জু স্যামসন। ৫টি উইকেট পেয়েছেন দীপক হুডা।
পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। শনিবার দুবাইতে পাকিস্তানকে ৪০ রানে হারিয়ে দেয় জুনিয়র টিম ইন্ডিয়া। এদিন ভারতের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন সঞ্জু স্যামসন। ৫টি উইকেট পেয়েছেন দীপক হুডা।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুটা ভাল করলেও ৯৪ রানের মধ্যেই ৪টি উইকেট হারিয়ে ফেলে ভারত। তারপর দলের ব্যাটিংয়ের হাল ধরেন সঞ্জু স্যামসন এবং সারফারাজ খান। ৬৮ট্টি রান করেন সঞ্জু। ৭৪ রান করে আউট হন সারফারাজ। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬২ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২২২ রান করে অলআউট হয়ে যায় পাকিস্তান। এদিন ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন দীপক হুডা। ৫টি উইকেটে পেয়েছেন তিনি।