বড়সড় সিদ্ধান্ত! ঘরোয়া ক্রিকেট থেকে টসই তুলে দিতে চলেছে পিসিবি?

পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে শর্ত সাপেক্ষে টস প্রথা তুলে দিতে চলেছে।

Updated By: Aug 26, 2019, 07:24 PM IST
বড়সড় সিদ্ধান্ত! ঘরোয়া ক্রিকেট থেকে টসই তুলে দিতে চলেছে পিসিবি?

নিজস্ব প্রতিবেদন :  এবার বড় সড় সিদ্ধান্ত নেওয়ার পথে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঘরোয়া ক্রিকেটে টসই নাকি তুলে দিতে চলেছে পিসিবি। চলতি মরশুমে পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে কোয়াদ-ই-আজম ট্রফিতে এই টস প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

হোম টিম আর কোনও রকম বাড়তি সুবিধা পাবে না। এই প্রেক্ষিতে পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে শর্ত সাপেক্ষে টস প্রথা তুলে দিতে চলেছে। সাধারণভাবে দেখা গিয়েছে, পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্টগুলিতে যে দল টস জেতে তারা প্রথমে ফিল্ডিং করে। এতে নাকি হোম টিম সুবিধে পায়। নতুন মরশুমে ভিজিটিং টিম এবার থেকে প্রথমে ফিল্ডিং করবে। যদি দুই দলই প্রথমে ব্যাটিং করতে চায় তখন টস করা হবে।

আরও পড়ুন - সিন্ধু-প্রনীতের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খানের মাথায় প্রথম এই টস তুলে দেওয়ার ভাবনা আসে।  এবং কোয়াদ-ই-আজম ট্রফিতেই তা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর মতে এই টস প্রথা তুলে দিলে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট আরও জমজমাট হবে।

 

.