সিরিজ জিতে ইডেনকে ধন্যবাদ দিলেন মিসবা

সিরিজ জয়ের পর ইডেনে উত্‍সবে মাতলেন পাকিস্তানের ক্রিকেটাররা। ভারতকে দুরমুশ করে সিরিজ জয়ের পর বাঁধনহারা উচ্ছাস দেখা গেল মিসবা-হাফিজদের মধ্যে। আন্তর্জাতিক ক্রিকেটে কোণঠাসা অবস্থাটা কাটাতে এই সিরিজটা দারুণ কাজে দেবে বলে মনে করছেন পাক ক্রিকেটররা। দলের বোলিং নিয়ে বিশেষভাবে কথা বললেন ডেভ হোয়াটমোর।

Updated By: Jan 3, 2013, 10:45 PM IST

সিরিজ জয়ের পর ইডেনে উত্‍সবে মাতলেন পাকিস্তানের ক্রিকেটাররা। ভারতকে দুরমুশ করে সিরিজ জয়ের পর বাঁধনহারা উচ্ছাস দেখা গেল মিসবা-হাফিজদের মধ্যে। আন্তর্জাতিক ক্রিকেটে কোণঠাসা অবস্থাটা কাটাতে এই সিরিজটা দারুণ কাজে দেবে বলে মনে করছেন পাক ক্রিকেটররা। দলের বোলিং নিয়ে বিশেষভাবে কথা বললেন ডেভ হোয়াটমোর।
কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ ধন্যবাদ দিলেন মিসবা উল হক। ইডেনে পাকিস্তান হারে না এমন কথাটার মর্যাদা রাখতে পারার গর্বটাও ধরা পড়ল পাক অধিনায়কের গলায়। তবে ইডেনের পিচে লড়াই করা কঠিন ছিল। এমনটাই দাবি করলেন পাকিস্তান অধিনায়ক মিসবা উল হক। তাঁর দাবি আড়াইশো রানের পুঁজি নিয়ে জয় সহজ ছিল না।
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাব ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাসেজ সিরিজের মত ভারত-পাক ক্রিকেট সিরিজ শুরু করা হোক।

.