চার বছর পর ফের পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট
দুহাজার নয়ের পর আবার কোনও আন্তর্জাতিক ক্রিকেট দল পাকিস্তানের সফরে এলো। পাকিস্তানের এ দলের সঙ্গে আটটি একদিনের এবং চারটি টিটোয়েন্টি ম্যাচ খেলবে আফগানিস্তান এ দল। চার সপ্তাহ ধরে চলবে এই সিরিজ। শীঘ্রই আফগানিস্তানের মত অন্য দেশগুলিও পাকিস্তানে এসে ক্রিকেট সিরিজ খেলবে বলে আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড।
দুহাজার নয়ের পর আবার কোনও আন্তর্জাতিক ক্রিকেট দল পাকিস্তানের সফরে এলো। পাকিস্তানের এ দলের সঙ্গে আটটি একদিনের এবং চারটি টিটোয়েন্টি ম্যাচ খেলবে আফগানিস্তান এ দল। চার সপ্তাহ ধরে চলবে এই সিরিজ। শীঘ্রই আফগানিস্তানের মত অন্য দেশগুলিও পাকিস্তানে এসে ক্রিকেট সিরিজ খেলবে বলে আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড।
প্রসঙ্গত, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপর হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুরোপুরি বন্ধ। মিসবারা তাই হোম সিরিজ খেলেন আবুধাবিতে। কিন্তু শারজায় দর্শকরা সেভাবে মাঠমুখী হচ্ছেন না। টিআরপি`তেও তার সরাসরি প্রভাব পড়েছে। ক্রিকেট ব্যবসা একেবারেই মুখ থুবড়ে পড়েছে গরিব পাকিস্তানে।