৩০-এ পা দিলেন শামি, শুভেচ্ছা বন্যায় ভাসলেন ভারতীয় পেসার
একদিনের ক্রিকেটে দ্রুততম একশো উইকেট নেওয়া ভারতীয় পেসরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
নিজস্ব প্রতিবেদন: আইপিএল খেলতে এই মুহূর্তে আরব আমিরশাহিতে রয়েছেন ভারতীয় পেসার মহম্মদ শামি। এবার কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলবেন তিনি। আরব দেশেই তিরিশে পা দিলেন মোরাদাবাদের এই ক্রিকেটার। একদিনের ক্রিকেটে দ্রুততম একশো উইকেট নেওয়া ভারতীয় পেসরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
49 Tests, 77 ODIs, 11 T20Is
336 international wickets
Fastest #TeamIndia bowler to claim 100 wickets in ODIsHappy birthday, @MdShami11
Let's bring in his birthday by reliving his sensational 5-wicket haul against South Africa.
— BCCI (@BCCI) September 3, 2020
137 international appearances
336 wickets
13,065 deliveriesIndia's second-highest wicket-taker at @cricketworldcup 2015 and #CWC19
Happy birthday, Mohammad Shami! pic.twitter.com/Oxt3mKrgnu
— ICC (@ICC) September 3, 2020
শামিকে বার্থ ডে উইশ করেছে ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-ও ।
Happy b'day Shami @MdShami11. Mehnat aur bowling dono karte raho daba ke
— Virat Kohli (@imVkohli) September 3, 2020
Happiest birthday to the bowler who always bowls his heart out for the team. Wishing you a wonderful year ahead @MdShami11. pic.twitter.com/yheN9vAoQo
— Sachin Tendulkar (@sachin_rt) September 3, 2020
Pace like
Janamdin Mubarak @MdShami11. God bless you abundantly. pic.twitter.com/umerPPYKJN— Umesh Yaadav (@y_umesh) September 3, 2020
Wishing you a very Happy Birthday @MdShami11!
Have a great day and the best year ahead! pic.twitter.com/95ZpKgqS9z— Ishant Sharma (@ImIshant) September 3, 2020
সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শামিকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি থেকে ভারতীয় পেসার উমেশ যাদব, ইশান্ত শর্মারা।
Shami bhai lai birthday wishes aan do#SaddaPunjab #HappyBirthday @MdShami11 pic.twitter.com/aznlhCva2v
— Kings XI Punjab (@lionsdenkxip) September 3, 2020
Wishing the #IndianCricketTeam and #TeamBengal pace spearhead @MdShami11 a very #HappyBirthday.#CAB pic.twitter.com/DkH5pHTGiU
— CABCricket (@CabCricket) September 3, 2020
শামিকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছে তাঁর আইপিএল দল কিংস ইলেভেন পঞ্জাবও। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফেও শামিকে বার্থ ডে উইশ করে টুইট করা হয়েছে।
আরও পড়ুন - সমস্যার পাহাড়ে চেন্নাই; আমিরশাহি আইপিএল-এ নেই হরভজন সিং!