ভারতীয় দলের পেসাররা তরুণ প্রজন্মের রোল মডেল: রাহুল দ্রাবিড়

সামি, ইশান্ত, উমেশ যাদবরা টেস্টে ধারাবাহিকভাবে দাপট দেখিয়ে যাচ্ছেন।

Updated By: Nov 29, 2019, 02:29 PM IST
ভারতীয় দলের পেসাররা তরুণ প্রজন্মের রোল মডেল: রাহুল দ্রাবিড়

নিজস্ব প্রতিবেদন:  মহম্মদ শামি, ইশান্ত শর্মাদের দাপুটে পারফরম্যান্সের ভূয়সী প্রশংসায় প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়। এনসিএ প্রধানের মতে,  ভারতীয় দলের পেসাররা তরুণ প্রজন্মের রোল মডেল। টিম ইন্ডিয়ার পেসারদের এমন দাপট এর আগে কখনও দেখেনি ক্রিকেটবিশ্ব।

ঘরের মাঠে পেসারদের দাপটে টেস্ট জিতছে টিম ইন্ডিয়া। ইডেন গার্ডেন্সে পিঙ্ক বল টেস্টে বিপক্ষ দলের সবকটাই উইকেটেই নিয়েছেন পেসাররা।  শামি, ইশান্ত, উমেশদের আগুনে বোলিংয়ের সামনে কুল কিনারাই পাচ্ছে না বিপক্ষ শিবির। দুটি টেস্টেই মাত্র আড়াই দিনে বাংলাদেশকে গুড়িয়ে দিয়েছে ভারতের পেস অ্যাটাক। এতদিন পর্যন্ত ঘরের মাঠে ভারতীয় স্পিনাররাই রাজ করতেন। সেখানে ভারতীয় পেসারদের এমন দাপট আগে কখনও দেখেনি ক্রিকেটমহল।

রও পড়ুন - আসন্ন ভারত সফরের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

সামি, ইশান্ত, উমেশ যাদবরা টেস্টে ধারাবাহিকভাবে দাপট দেখিয়ে যাচ্ছেন। কোহলির দলের পেস অ্যাটাকের আরও দুই অস্ত্র ভুবনেশ্বর কুমার আর জশপ্রীত বুমরাহ। এই পাঁচ পেসারই নিজেদের ছাপিয়ে গিয়েছেন। দ্রাবিড় বলেন, বুমরাহ-শামিদের আদর্শ করেই তরুণ প্রজন্ম ফাস্ট বোলিংয়ের প্রতি আগ্রহ দেখাবে।

রাহুল দ্রাবিড় বলেন,"আমি মনে করি ইশান্ত, শামি, উমেশ, ভুবনেশ্বর এবং বুমরাহ ক্রমেই আদর্শ হয়ে উঠছে তরুণদের কাছে। তারাও বিশ্বাস করতে শুরু করেছে যে তারা জোরে বল করতে পারবে এবং সাফল্য পাবে ভারতেই। আমরা গোটা বিষয়টাই দেখে বেশ ভালো লাগছে। অনূর্ধ্ব ১৯ স্তরে আমাদের বেশ কয়েকজন ভালো মানের পেসার রয়েছে।"

 

.