এক বছর আগের স্মৃতিচারণা করে জাদেজা লিখলেন, " সবচেয়ে দুঃখের দিন!"
... স্মৃতিতে আবেগতাড়িত হয়ে পড়লেন রবীন্দ্র জাদেজা।
নিজস্ব প্রতিবেদন: স্মৃতি কি সততই সুখের! হয়তো না! সুখ দুঃখের অন্তরালেই লুকিয়ে থাকে কিছু হারানোর বেদনা। ঠিক যেন আজকের দিনে এক বছর আগে যা হয়েছিল.... সেমি ফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ভারতের ছিটকে যাওয়ার স্মৃতিতে আবেগতাড়িত হয়ে পড়লেন রবীন্দ্র জাদেজা।
২০১৯ বিশ্বকাপের সেমি ফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন জাড্ডু। বল হাতে এক উইকেট নেওয়ার পর ব্যাট হাতে কিউই আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ৫৯ বলে ৭৭ রান করেছিলেন রবীন্দ্র জাদেজা। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ১১১ রানের পার্টনারশিপ গড়েও ভারতকে জয় এনে দিতে পারেননি। ১৮ রানে হেরেছিল টিম ইন্ডিয়া। সেই দুঃখ আজও কুঁড়ে কুঁড়ে খাচ্ছে স্যার জাদেজাকে।
We try our best but still fall short sometimes
One of the saddest days! #oneyearagotoday pic.twitter.com/1U3N3VYyYj
— Ravindrasinh jadeja (@imjadeja) July 10, 2020
তাই তো আজকের দিনে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার স্মৃতিকে উসকে দিয়ে টুইট করলেন রবীন্দ্র জাদেজা। লিখলেন, "আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছি, কিন্তু কিছুই করার ছিল না আর। জীবনের অন্যতম দুঃখের দিন।"
আরও পড়ুন - সৌরভের বিশ্বাস এটিকে মোহনবাগান ইতিহাস গড়বে!