শেষ দুটো ম্যাচে ভারতীয় দলে নেই এক নির্ভরযোগ্য ক্রিকেটার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এখনও একদিনের সিরিজের দুটো ম্যাচ বাকি রয়েছে। আপাতত প্রথম তিন ম্যাচের পর সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। এই অবস্থায় শেষ দুটো ম্যাচের জন্যও ভারতীয় দলে রাখা হল না, সুরেশ রায়নাকে। বিসিসিআই এই খবর জানিয়েছে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টেই। সদ্য ভাইরাল ফিভার থেকে সেরে উঠেছেন রায়না।  

Updated By: Oct 24, 2016, 05:39 PM IST
 শেষ দুটো ম্যাচে ভারতীয় দলে নেই এক নির্ভরযোগ্য ক্রিকেটার

ওয়েব ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে এখনও একদিনের সিরিজের দুটো ম্যাচ বাকি রয়েছে। আপাতত প্রথম তিন ম্যাচের পর সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। এই অবস্থায় শেষ দুটো ম্যাচের জন্যও ভারতীয় দলে রাখা হল না, সুরেশ রায়নাকে। বিসিসিআই এই খবর জানিয়েছে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টেই। সদ্য ভাইরাল ফিভার থেকে সেরে উঠেছেন রায়না।  

আরও পড়ুন একদিনের সিরিজের তিন ম্যাচের মধ্যে দু'দলের একজন ক্রিকেটারই 0 রান করেছেন!

ভাবা হয়েছিল, এবার দলে ফিরবেন এই মিডল অর্ডার বাঁ হাতি ব্যাটসম্যান। দিল্লির একদিনের ম্যাচের সময় তিনি নেটেও যোগ দিয়েছিলেন। কিন্তু ভারতীয় ক্রিকেটের থিঙ্ক ট্যাঙ্ক চান, আরও একটু সময় নিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠুন রায়না। তার আরও একটা কারণ, সুরেশ রায়না যে দলে নেই, সেটা বোঝাও যাচ্ছে না ভারতীয় দলে।

আরও পড়ুন  বাবার মতই ছেলেও এখন টানছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলকে

 

.