এক ক্রিকেটারের তিনটে টেস্ট সেঞ্চুরি কিন্তু হাফ সেঞ্চুরি নেই একটাও!

আপনি কি টেস্ক ক্রিকেটের খুব ভক্ত? বা যে কোনও ধরনের ক্রিকেটরেই? তাহলে আপনার জন্য একটা মজার প্রশ্ন করা যেতেই পারে। তা হলো, আচ্ছা এমন কোনও ক্রিকেটারের কথা আপনার মনে পড়ছে, যিনি টেস্টে তিন-তিনটে সেঞ্চুরি তো করেছেন, কিন্তু কোনও হাফ সেঞ্চুরি নেই!

Updated By: May 10, 2016, 11:54 AM IST
এক ক্রিকেটারের তিনটে টেস্ট সেঞ্চুরি কিন্তু হাফ সেঞ্চুরি নেই একটাও!

ওয়েব ডেস্ক: আপনি কি টেস্ক ক্রিকেটের খুব ভক্ত? বা যে কোনও ধরনের ক্রিকেটরেই? তাহলে আপনার জন্য একটা মজার প্রশ্ন করা যেতেই পারে। তা হলো, আচ্ছা এমন কোনও ক্রিকেটারের কথা আপনার মনে পড়ছে, যিনি টেস্টে তিন-তিনটে সেঞ্চুরি তো করেছেন, কিন্তু কোনও হাফ সেঞ্চুরি নেই!

প্রশ্নটা পড়েই কেমন যেন গুলিয়ে গেল না? সাধারণত, হাফ সেঞ্চুরি অনেক বেশি থাকে ক্রিকেটারদের কেরিয়ার পারফরম্যান্সে। সেখানে ইংল্যান্ডের ক্রিকেটার রবি বোপারার কেরিয়ারে আছে এমন এক ব্যতিক্রমী রেকর্ড। তিনিই এই পৃথিবীর একমাত্র ক্রিকেটার, যাঁর টেস্টে তিনটে সেঞ্চুরি রয়েছে। কিন্তু বোপারা কোনও ম্যাচেই ৫০ থেকে ৯৯ রানের মধ্যে আউট হননি!

.