রাশিয়াকে হারাতে পারলেই টোকিও অলিম্পিকের টিকিট পেয়ে যাবে ভারতীয় হকি দল
আগামী ১ এবং ২ নভেম্বর ভুবনেশ্বরে পর পর দু'দিন দুটি ম্যাচে মুখোমুখি হবে ভারত-রাশিয়া।
নিজস্ব প্রতিবেদন : ২০২০ টোকিও অলিম্পিকের টিকিট পাকা করতে ভারতীয় পুরুষ হকি দলের রুশ চ্যালেঞ্জ। অলিম্পিকের বাছাইয়ে মনপ্রীতদের সামনে রাশিয়া। অন্যদিকে অলিম্পিকের বাছাইয়ে ভারতীয় মহিলা হকি দলের প্রতিপক্ষ আমেরিকা।
আগামী ১ এবং ২ নভেম্বর ভুবনেশ্বরে পর পর দু'দিন দুটি ম্যাচে মুখোমুখি হবে ভারত-রাশিয়া। যারা জিতবেই তারাই টোকিও অলিম্পিকের টিকিট পেয়ে যাবে। চলতি বছরে এই ভুবনেশ্বরেই বিশ্ব হকি সিরিজের ম্যাচে ভারত রাশিয়াকে ১০-০ গোলে হারিয়েছিল। বিশ্ব ক্রমতালিকায় ভারত ৫ নম্বরে, আর রাশিয়া রয়েছে ২২ নম্বরে। তবে প্রতিপক্ষকে সমীহ করছে ভারতীয় হকি দল। রুশ চ্যালেঞ্জের মোকাবিলা করে টোকিওর টিকিট কনফার্ম করার ব্যাপারে আত্মবিশ্বাসী মনপ্রীতরা।
Odisha can't have enough of Hockey and neither can we!
Save the dates to be a part of the celebration! #IndiaKaGame #Tokyo2020 #RoadToTokyo @FIH_Hockey pic.twitter.com/72RAfyVcoO
— Hockey India (@TheHockeyIndia) September 9, 2019
অন্যদিকে ভারতীয় মহিলা হকি দলের সামনে কঠিন লড়াই। অলিম্পিকের বাছাইয়ে রাণি রামপালদের সামনে আমেরিকা। বিশ্ব ক্রমতালিকায় ভারত ৯ নম্বরে, আর আমেরিকা রয়েছে ৪ নম্বরে। তাই কিছুটা হলেও কঠিন লড়াই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন - স্বস্তিতে শামি! গ্রেফতারে সাময়িক স্থগিতাদেশ দিল আলিপুর আদালত