মারাকানায় বদলার সু্যোগ ব্রাজিলের, অলিম্পিক ফাইনালে নেইমারদের বিপক্ষ জার্মানি

মারাকানা স্টেডিয়ামে দুবছরর আগের দুঃস্বপ্নের রাতের বদলা নেওয়ার সুযোগ ব্রাজিলের সামনে। অলিম্পিকে ফুটবলের ফাইনালে মুখোমুখি সেই ব্রাজিল ও জার্মানি। দুবছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ৭-১ গোলে হারিয়েছিল জার্মানি। অন্ধকারে ডুবে গিয়েছিল ব্রাজিলের ফুটবল। দুঃস্বপ্নের সেই রাত এখনও ভুলতে পারেননি নেইমার।

Updated By: Aug 18, 2016, 06:24 PM IST
মারাকানায় বদলার সু্যোগ ব্রাজিলের, অলিম্পিক ফাইনালে নেইমারদের বিপক্ষ জার্মানি

ব্যুরো: মারাকানা স্টেডিয়ামে দুবছরর আগের দুঃস্বপ্নের রাতের বদলা নেওয়ার সুযোগ ব্রাজিলের সামনে। অলিম্পিকে ফুটবলের ফাইনালে মুখোমুখি সেই ব্রাজিল ও জার্মানি। দুবছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ৭-১ গোলে হারিয়েছিল জার্মানি। অন্ধকারে ডুবে গিয়েছিল ব্রাজিলের ফুটবল। দুঃস্বপ্নের সেই রাত এখনও ভুলতে পারেননি নেইমার।

১৫ সেকেন্ডের মধ্যে গোল, নেইমারের ইতিহাসে ঐতিহাসিক সোনা থেকে একধাপ দূরে ব্রাজিল

এবার বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বদলা নেওয়ার সুযোগ ব্রাজিলের সামনে। হন্দুরাসকে ৬ গোলে হারিয়ে অলিম্পিকের ফাইনালে সেলেকাওরা। ক্রমশ মেজাজে পাওয়া যাচ্ছে নেইমারকে। অলিম্পিকের ইতিহাসে ফুটবলে কখনও সোনা জেতেনি ব্রাজিল। মারাকানায় নেইমারদের সামনে তাই জোড়া টার্গেট।

 

 

.