কাল ভাগ্যপরীক্ষা ওডাফার, কিছুটা বাড়তে পারে শাস্তি

সোমবার ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সামনে বসতে চলেছেন মোহনবাগানের নাইজেরীয় গোলমেশিন ওকেলি ওডাফা।নয়ই ডিসেম্বরের বিতর্কিত ডার্বিতে অধিনায়ক ওডাফার লালকার্ড দেখার পর থেকেই যাবতীয় গন্ডগোল শুরু হয়েছিল। বিচারপতি অশোক কুমার গাঙ্গুলির রিপোর্টেও ছিল যে মাঠে ওডাফার আচরণ সঠিক ছিল না। সেইমতই ফেডারেশন সচিব শোকজ করেন ওডাফাকে। তার পরবর্তীধাপে শৃঙ্খলারক্ষা কমিটির সামনে বসতে চলেছেন মোহনবাগানের সেরা তারকা।

Updated By: Jan 20, 2013, 05:36 PM IST

সোমবার ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সামনে বসতে চলেছেন মোহনবাগানের নাইজেরীয় গোলমেশিন ওকেলি ওডাফা।নয়ই ডিসেম্বরের বিতর্কিত ডার্বিতে অধিনায়ক ওডাফার লালকার্ড দেখার পর থেকেই যাবতীয় গন্ডগোল শুরু হয়েছিল। বিচারপতি অশোক কুমার গাঙ্গুলির রিপোর্টেও ছিল যে মাঠে ওডাফার আচরণ সঠিক ছিল না। সেইমতই ফেডারেশন সচিব শোকজ করেন ওডাফাকে। তার পরবর্তীধাপে শৃঙ্খলারক্ষা কমিটির সামনে বসতে চলেছেন মোহনবাগানের সেরা তারকা।
ইতিমধ্যেই লালকার্ড দেখার জন্য দুম্যাচ নির্বাসিত হয়েছেন তিনি। নির্বাসিত ম্যাচের সংখ্যা আর বাড়বে কিনা,তাই নির্ধারণ করবে শৃঙ্খলারক্ষা কমিটি। যদিও মোহনবাগান কর্তারা আশাবাদী যে ফেডারেশনের কাছে সুবিচার পাবেন ওডাফা।
  
ওডাফা রেফারির গায়ে হাত দেননি। তাই মনে করা হচ্ছে কঠিন শাস্তির হাত থেকে সম্ভবত রেহাই পেতে চলেছেন তিনি। তবে আরও একটা বা দুটো ম্যাচ নির্বাসিত হতে পারেন তিনি। সঙ্গে হতে পারে জরিমানাও।

.