Richa Ghosh: বাংলার রিচার ব্যাট হাতে অনন্য রেকর্ড! সিরিজে নিউজিল্যান্ড ৪-০ এগিয়ে গেল

রিচার রেকর্ড দাম পেল না এদিন।

Updated By: Feb 22, 2022, 12:48 PM IST
Richa Ghosh: বাংলার রিচার ব্যাট হাতে অনন্য রেকর্ড! সিরিজে নিউজিল্যান্ড ৪-০ এগিয়ে গেল
মারমুখী মেজাজে রিচা ঘোষ

নিজস্ব প্রতিবেদন: বাংলার মেয়ে রিচা ঘোষ (Richa Ghosh) দেশের জার্সিতে ব্য়াট হাতে অনন্য রেকর্ড গড়লেন মঙ্গলবার। তবুও নিউজিল্যান্ডের কাছে চলতি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচেও হারল ভারত। এই নিয়ে ব্যাক-টু-ব্যাক চার ম্যাচ হারল টিম ইন্ডিয়া। সিরিজে সোফি ডিভাইনের (Sophie Devine) দল মিতালি রাজদের (Mithali Raj) বিরুদ্ধে ৪-০ এগিয়ে গেল। 

এদিন কুইনসটাউনের জন ডেভিস ওভালে রিচা দ্রুততম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে অর্ধ-শতরান (২৯ বলে ৫২) করার নজির গড়লেন। কিন্তু রিচার রেকর্ডের ম্যাচেও দলের ৬৩ রানের হারা ম্যাচের সাক্ষী থাকলেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ৫০ ওভারের বদলে ২০ ওভারে বদলে যায়। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৯১ রান তুলেছিল। 

জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৭.৫ ওভারে ১২৮ রানে অল-আউট হয়ে যায়। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা হয়েছেন অ্যামেলিয়া কের। ৩৩ বলে ঝোড়ো ৬৮ রানের ইনিংস খেলার পাশাপাশি তিনি ৩০ রান খরচ করে তুলে নেন তিন উইকেট। নেন দু'টি ক্যাচও। 

নিউজিল্যান্ডে এসে ভারত জয় শব্দটাই ভুলে গিয়েছে। সিরিজের শুরুতে একটি মাত্র টি-২০ ম্য়াচ হারে ভারত। এরপর টানা চারটি একদিনের ম্যাচে ধরাশায়ী হল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে ৬২ রানে হারে ভারত। এরপর দ্বিতীয় ম্যাচে মিতালিরা ৩ উইকেটে হারেন। তৃতীয় ম্যাচেও সেই ৩ উইকেটে হেরে পাঁচ ম্যাচের দ্বি-পাক্ষিক সিরিজ হাতছাড়া করে ভারত। এদিন নিয়মরক্ষার চতুর্থ একদিনের ম্যাচ খেলল ভারত। সেখানেও জয় অধরা। সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ভারত যদি হেরে যায়, তাহলে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের লজ্জাই সঙ্গী হবে টিমের।

চলতি বছর ৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে মেয়েদের বিশ্বকাপ (ICC Women’s World Cup 2022)। ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন বাংলার তিন কন্যা- ঝুলন গোস্বামী (Jhulan Goswami), রিচা ঘোষ (Richa Ghosh) ও দীপ্তি শর্মা (Deepti Sharma)। বিশ্বকাপের আগে আয়োজক দেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১টি টি-২০ ( ৯ ফেব্রুয়ারি, নেপিয়ারের ম্যাকলিন পার্কে) ও ৫টি ওয়ানডে ম্যাচ খেলছেন মিতালিরা। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫টি ওয়ানডে ও বিশ্বকাপের দল: মিতালি রাজ (Mithali Raj, Captain), হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur, vice-captain), স্মৃতি মন্ধনা (Smriti Mandhana), শেফালী বর্মা (Shafali Verma), ইয়াস্তিকা ভাটিয়া (Yastika Bhatia), দীপ্তি শর্মা (Deepti Sharma), রিচা ঘোষ (Richa Ghosh,wicket-keeper), স্নেহ রানা (Sneh Rana), ঝুলন গোস্বামী (Jhulan Goswami), পূজা বস্ত্রকার (Pooja Vastrakar), মেঘনা সিং (Meghna Singh), রেনুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur), তানিয়া ভাটিয়া (Taniya Bhatia,wicket-keeper), রাজেশ্বরী গায়কোয়াড় (Rajeshwari Gayakwad), পুনম যাদব (Poonam Yadav)
 

স্ট্যান্ডবাই প্লেয়ার্স: সবহিনেনি মেঘানা (Sabbhineni Meghana), একতা বিস্ট (Ekta Bisht), সিমরন দিল বাহাদুর (Simran Dil Bahadur)

আরও পড়ুনMS Dhoni-র এক পরামর্শেই বদলে গিয়েছে কেরিয়ার! জানালেন CSK তারকা Deepak Chahar

আরও পড়ুনAshok Bhattacharya: ঋদ্ধিমানের ইস্য়ুতে অশোকের চিঠি! 'প্রিয়' সৌরভকে কী লিখলেন তিনি?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   
 

.