নিউ জিল্যান্ড সফরে টিম ইন্ডিয়া : অকল্যান্ডে পৌঁছে গেল ভারতীয় দল

অধিনায়ক বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা বেরিয়ে আসতেই উচ্ছ্বাসের মাত্রা দ্বিগুন বেড়ে গেল।

Updated By: Jan 20, 2019, 10:11 PM IST
নিউ জিল্যান্ড সফরে টিম ইন্ডিয়া : অকল্যান্ডে পৌঁছে গেল ভারতীয় দল

নিজস্ব প্রতিবেদন :  দু মাসের অস্ট্রেলিয়া সফর শেষে নিউ জিল্যান্ডে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। ডনের দেশে কোনও সিরিজ না হেরে হ্যাডলির দেশে পা রাখলেন বিরাটরা। কিউইদের দেশে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলার পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মেন ইন ব্লুজরা।

আরও পড়ুন - অনুষ্কাই কি অনুপ্রেরণা! স্টাইলিশ জিন্সে রকিং এমএসডি

অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ ড্র। চার টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জয়। একদিনের সিরিজেও ২-১ ব্যবধানে জয় পেয়েছে বিরাট কোহলির দল। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জেতার পাশাপাশি প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক একদিনের সিরিজ জেতার অনন্য নজির গড়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। ইংল্যান্ডে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার পর এবার নিউ জিল্যান্ড সফরে টিম ইন্ডিয়া। রবিবার অকল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় ক্রিকেটাররা বেরিয়ে আসতেই উচ্ছ্বাসে মেতে উঠলেন সেখানকার ভারতীয় সমর্থকরা। কেদার যাদব, দীনেশ কার্তিককে অটোগ্রাফ দিতেও দেখা গেল। তবে অধিনায়ক বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা বেরিয়ে আসতেই উচ্ছ্বাসের মাত্রা দ্বিগুন বেড়ে গেল।

সোমবার সকালেই অকল্যান্ড থেকে নেপিয়ার উড়ে যাবে ভারতীয় দল। সেখানেই প্রথম একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ২৩ জানুয়ারি, বুধবার একদিনের সিরিজের প্রথম ম্যাচে নামবে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি।

আরও পড়ুন - আইসিসি-র টুইটার পেজের কভার ইমেজে মহেন্দ্র সিং ধোনি!

.