টুপিতে ভিডিও ক্যামেরা লাগিয়ে আম্পায়ারিং, সিদ্ধান্ত নিল সিএবি

এদিকে আম্পায়ার বিতর্ক যেতে না যেতেই বয়স ভিত্তিক ক্রিকেট ও দ্বিতীয় ডিভিসনের ম্যাচে ক্লাবগুলির বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুললেন স্কোরাররা।

Updated By: Feb 28, 2018, 01:12 PM IST
টুপিতে ভিডিও ক্যামেরা লাগিয়ে আম্পায়ারিং, সিদ্ধান্ত নিল সিএবি

নিজস্ব প্রতিবেদন: খারাপ আম্পায়ারিংয়ের হাত থেকে রেহাই পেতে এবার আম্পায়ারদের টুপিতে ভিডিও ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিল সিএবি। সোমবার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি।

আরও পড়ুন- কিংসদের অধিনায়ক কেন অশ্বিন? ফাঁস করলেন বীরু 

চলতি মরসুমেই এই ব্যবস্থা চালু হবে। তিনি জানিয়েছেন এর ফলে পুরো ম্যাচটারই ভিডিও রেকর্ডিং থাকবে। পাশাপাশি বিসিসিআই-এর আম্পায়ারদের এনে ওয়ার্কশপ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আম্পায়ার বিতর্ক যেতে না যেতেই বয়স ভিত্তিক ক্রিকেট ও দ্বিতীয় ডিভিসনের ম্যাচে ক্লাবগুলির বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুললেন স্কোরাররা। ম্যাচের সময় তাদের খাবার দেওয়া হয় না। এমনকী খাবার জলটুকু দেওয়া হয় না। উল্টে জল চাইলে খারাপ ব্যবহার করা হয়। এমনই অভিযোগ করলেন স্কোরাররা।

আরও পড়ুন- রাহুল দ্রাবিড়কে ভারতের প্রধানমন্ত্রী করার দাবিতে সরব টুইটার!

খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায় 

.