২০১৫ বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ভারত: সচিন
সৌরভের পর এবার সচিন। বিশ্বকাপের শেষ চারে ভারতকে নিশ্চিত আসনে রাখছেন দ্য লিটিল মাস্টার।
ওয়েব ডেস্ক: সৌরভের পর এবার সচিন। বিশ্বকাপের শেষ চারে ভারতকে নিশ্চিত আসনে রাখছেন দ্য লিটিল মাস্টার।
ভারতের কিংবদন্তী ক্রিকেটার সচিন বলেন," মহেন্দ্র সিং ধোনির অভিজ্ঞতা ও ঠান্ডা মাথায় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভারতকে শেষ চারে পৌঁছে দেবে। তবে ক্রিকেট দলগত খেলা। তাই একার পারফরম্যান্সে কখনও সাফল্য আসেনা। দলের সকলকে এর জন্য অধিনায়ককে যোগ্য সঙ্গত দিতে হবে'।
বিশ্বকাপে ভারতীয় ব্যাটিং লাইন আপের সবচেয়ে বড় সম্পদ হতে পারেন বিরাট কোহলি, মন্তব্য সচিনের। অস্ট্রেলিয়ার মত ওভার সিস কন্ডিশনে আক্রমণাত্মক ব্যাটিং করার ক্ষমতা রাখেন ভারতের সহঅধিনায়ক বিরাট।
বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সবকটি ম্যাচের সেরা ভারতীয় দলের প্রাক্তন সদস্য সচিন তেন্ডুলকার মনে করছেন মিসবাউলের পাকিস্তান ইমরান কিংবা ওয়াসিম আক্রামের মত আগ্রাসী মনভাবাপন্ন নয়।
এই দলে শোয়েব আখতার, ওয়াসিম আক্রম,ওয়াকার ইউনিসের মতন বোলার নেই। ব্যাটিং ও ততটা শক্তিশালী নয়। ফলে ভারতের পাকিস্তানকে হারানোর জন্য বিশেষ বেগ পাওয়া উচিত নয়।