টেস্ট দলে সুযোগ পেলেন না সচিন, ডন ব্র্যাডম্যান

নেই সচিন তেন্ডুলকার। নেই রিকি পন্টিং, ব্রায়ান লারাও। এমনকি ঠাঁই পাননি স্যার ডন ব্র্যাডম্যানও। অবাস্তব শোনালেও কিংবদন্তী আম্পেয়র ডিকি বার্ডের পছন্দের টেস্ট দল একাদশে ঠাঁই মেলেনি টেস্ট ক্রিকেটের প্রবাদপ্রতিম এই সব ব্যাটসম্যানদের। তবে সচিন জায়গা না পেলেও বার্ডের স্বপ্নের একাদশে জায়গা করে নিয়েছেন আর এক `লিটল মাস্টার` সুনীল গাভসকার।

Updated By: Apr 19, 2013, 05:54 PM IST

নেই সচিন তেন্ডুলকার। নেই রিকি পন্টিং, ব্রায়ান লারাও। এমনকি ঠাঁই পাননি স্যার ডন ব্র্যাডম্যানও। অবাস্তব শোনালেও কিংবদন্তী আম্পেয়র ডিকি বার্ডের পছন্দের টেস্ট দল একাদশে ঠাঁই মেলেনি টেস্ট ক্রিকেটের প্রবাদপ্রতিম এই সব ব্যাটসম্যানদের। তবে সচিন জায়গা না পেলেও বার্ডের স্বপ্নের একাদশে জায়গা করে নিয়েছেন আর এক `লিটল মাস্টার` সুনীল গাভসকার।
ক্রিকেটের সর্বকালের সেরা আম্পেয়র ডিকি বার্ড তাঁর আশিতম জন্মদিনের ঠিক পরের দিন তাঁর স্বপ্নের টেস্ট একাদশের তালিকা প্রকাশ করেন। তাঁর স্বপ্নের দলে সুনিল গাভাসকরের সঙ্গে ওপেন করতে নামবেন দক্ষিণ আফ্রিকান ব্যারি রিচার্ডস। যাঁর সম্পর্কে এই ইংরেজ মন্তব্য করেছেন ``বর্ণবিদ্ধেষের জন্য দক্ষিণ আফ্রিকা ওই সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত না হলে টেস্ট ক্রিকেটের সব রেকর্ড ভেঙে ফেলতেন ব্যারি।``
বার্ডের স্বপ্নের একাদশ: ১) ইমরান খান (অধিনায়ক),২) সুনীল গাভসকার, ৩) ব্যারি রিচার্ডাস ৪) ভিভ রিচার্ডস, ৫) গ্রেগ চ্যাপেল ৬) গ্রেম পোলক ৭) গ্যারি সোবার্স ৮) অ্যালন নট (উইকেট রক্ষক), ৯) শেন ওয়ার্ন ১০) ডেনিস লিলি ১১) ল্যান্স গিবস।

.