স্টার যা বলছে, তাতে তো আপনার আইপিএল দেখাই বদলে যাবে!

Updated By: Sep 5, 2017, 02:24 PM IST
স্টার যা বলছে, তাতে তো আপনার আইপিএল দেখাই বদলে যাবে!

ওয়েব ডেস্ক: সোমবারই নিলামে আইপিএলের সম্প্রচার সত্ত্ব পেল স্টার ইন্ডিয়া। আগামী পাঁচ বছর আইপিএল দেখার জন্য আপনাকে টেলিভিশনে খুলতে হবে স্টার-এর চ্যানেলই। এতদিন ভারতের সমস্ত ক্রিকেট ম্যাচ দেখাতে পারতো স্টার। কিন্তু, আইপিএল ছিল তাদের হাতছাড়া। এবার সেই বৃত্তটা যেন সম্পূর্ণ হল। রেকর্ড পরিমান টাকার বিনিময়ে দেশের সবথেকে গ্ল্যামারাস ক্রিকেট প্রতিযোগিতাও টেলিভিশনে মানুষকে দেখানোর দায়িত্ব তাদের। আর এখানেই প্রশ্নটা আসছে। এতদিন সেট ম্যাক্সের সৌজন্যে আইপিএলে ছিল চূড়ান্ত বিনোদনের ছোঁয়া। আইপিএল স্টারের ঘরে পাড়ি দেওয়ার পর এবার কি সেই গ্ল্যামারের আলো আরও বাড়তে চলেছে?

আরও পড়ুন বুধবার ভারতের বিরুদ্ধে টি২০ ম্যাচে শ্রীলঙ্কা দলে চমক!

না। আপনি গত ১০ বছর ধরে যে বিনোদনের আইপিএল দেখতে অভ্যস্থ, তা আর মোটেই দেখতে পাবেন না। এই কথা পরিষ্কার করে জানিয়ে দিলেন স্টারের প্রধান কর্তা উদয় শঙ্কর। তিনি বলেছেন, 'আপনারা তো স্টারে খেলা দেখেনই। তাহলে নিশ্চয়ই খেয়াল করেছেন যে, স্টার সবসময় গুরুত্ব দেয় খেলাটাকেই। আমাদের সমস্ত স্পটলাইট থাকবে ক্রিকেটের উপরেই। অন্যরা কে কীভাবে খেলা দেখায়, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। তবে, স্টার আইপিএলকে সিরিয়াস ক্রিকেট প্রতিযোগিতা হিসেবেই দেখাবে।'

আরও পড়ুন  ২০ বছর আগে করা সচিনের রেকর্ড ছুঁলেন কোহলি, ভাঙা সময়ের অপেক্ষা

.